শিরোনাম

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে সরকারি চাল জব্দের তিন দিন পর মামলা

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে একশত ১২০ বস্তা খাদ্য বান্ধব কর্মসুচির সরকারি চাল ভ্রাম্যমানআদালত কর্তৃক জব্দ করার পাঁচ দিন পর গত রবিবার মামলা দায়ের হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের উপ খাদ্য পরিদর্শক রাকিব হাসানের দায়ের করা মামলায় খাদ্য বান্ধব কর্মসুচির ডিলার শাহিদা বেগমকে আসামী করা হয়েছে।

জানা গেছে, ১৯ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের সময় কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে মুরইল বাজারে নেয়ার পথে স্থানীয় জনতা ৩৪ বছর চাল আটক করে প্রশাসনকে খবর দেয়। এর সূত্র ধরে ওই দিন প্রায় ৩ ঘন্টা পর উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) পশ্চিম বাজার এলাকায় মোত্তাকিন তালুকদার মার্কেটের একটি গুদাম ঘর থেকে ৫১ বস্তা ও প্লাষ্টিকের খোলা ৩৫ বস্তা চালসহ মোট ৮৬ বস্তা চালসহ ঘর সিলগালা করেন।

জানা যায়, সরকারি খাদ্য বান্ধব কর্মসুচির অধীনে দ্বিতীয় প্রান্তিকের নিম্ন আয়ের পরিবার প্রতি ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিক্রয়-বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু ডিলারের অসৎ উদ্দেশ্যে চাল গুলো গত শুক্রবার জুমার নামাজের সময় উপজেলার তালুকদার মার্কেটের ওই গুদাম ঘর থেকে মুরইল বাজারে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আট করে। ১৯ সেপ্টেম্বর স্থানীয়দের আটককৃত ৩৪ বস্তা চালের সূত্র ধরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এসময় তার জিজ্ঞাসাবাদের সময় ডিলার শাহিদা বেগম উপস্থিত ছিল না। কিন্তু তার স্বামী দুলাল হোসেন উপস্থিত হয়ে সহকারি কমিশনার ভ‚মিকে বলেন আমাদের চাল বিতরণের আরো কয়েক দিন বাঁকি রয়েছে। এর প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত ওই ঘরে মজুতকৃত ৮৬ বস্তা চাল জব্দ ও চাল রাখা ঘরটি সিলগালা করেন।

গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাশার মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করে বলেন, খাদ্য চলাচল ও সংরক্ষণ আইন মোতাবেক ডিলার শাহিদা বেগমকে আসামী করে মামলা করা হয়েছে এবং তার ডিলারী বাতিল করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়