জামালপুরে চার বছরের দাম্পত্য জীবন ছেড়ে স্বর্ণালংকার ও টাকা-পয়সা নিয়ে উধাও হয়েছেন আয়েশা খন্দকার (২২) নামের এক গৃহবধূ। এই দাবি করে স্ত্রীর খোঁজে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ করেছেন তানজিদ ইসলাম অন্তর।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে জামালপুর শহরের পাথালিয়া বকুলতলা এলাকার তানজিদ ইসলাম অন্তরের বাড়ি থেকে তার স্ত্রী নিখোঁজ হন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় আয়েশা ও অন্তরের।
বিয়ের দুই বছর না যেতেই পড়াশোনার সূত্র ধরে আয়েশার জীবনে আসে অন্য এক তরুণ। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।
বুধবার রাতে স্বাভাবিকভাবেই খাবার খেয়ে ঘুমিয়েছিলেন আয়েশা ও অন্তর। কিন্তু সকালে ঘুম থেকে উঠে অন্তর দেখেন, আয়েশা বিছানায় নেই।
ঘরের জিনিসপত্র এলোমেলো, ওয়াডরোবে রাখা ৩ ভরি ওজনের স্বর্ণালংকার ও ২ লাখ ৩৫ হাজার টাকাও নেই। স্ত্রীর খোঁজে শহরের বিভিন্ন জায়গায় ছুটেছেন অন্তর। কিন্তু ব্যর্থ হয়ে শেষমেশ থানায় অভিযোগ করেছেন। তার স্ত্রী ও কথিত প্রেমিকের ফোন বন্ধ রয়েছে।
অন্তর বলেন, ‘আমি তাকে পড়াশোনা করাতে চাইনি, তাঁর জোরাজুরিতে কলেজে ভর্তি করাই। এর পর থেকেই এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। গত দুই বছর ধরে মানসিকভাবে আমাকে নির্যাতন করেছে। শারীরিক সম্পর্কও এড়িয়ে যেত নানা অজুহাতে। তাকে আমি এতটা ভালোবেসেছি যে যখন যা চাইছে আমি তাই করেছি।
অন্তরের মা বলেন, ‘সকালবেলা ছেলে ঘুম থেকে উঠে দেখে বউ নেই। পরে রান্নাঘর ও ওয়াশরুমে খোঁজাখুঁজি করা হয়। কোথাও না পেয়ে ছেলে চিৎকার করে ওঠে যে আশেয়া জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে। পরে আমরা শহরের বাসস্ট্যান্ডসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। কিন্তু তাঁকে কোথাও পাইনি।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তাধীন।’ উৎস: কালের কণ্ঠ।