শিরোনাম
◈ নুরাল পাগলার আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগের পেছনে যা ছিল ◈ মতিউরকে কারাগারে নেওয়ার সময় অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত ◈ বাংলাদেশের ইলিশ আসবে পূজার আগেই, আশায় বুক বেঁধেছে পশ্চিমবঙ্গের মানুষ ◈ ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে: সালাহউদ্দিন ◈ এশিয়ান কাপ বাছাইয়ে ইনজু‌রি টাই‌মে ই‌য়ে‌মে‌নের কা‌ছে পরা‌জিত বাংলাদেশ ◈ নেপালের বিরু‌দ্ধে জয় পে‌লো না বাংলা‌দেশ, গোলশূন্য ড্র   ◈ প্রধান বিচারপতিও কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন: এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ◈ চাঁদপুরে অ্যাম্বুলেন্সে ভারসাম্যহানী নারী ধর্ষণ, চালক আটক ◈ জিয়াউর রহমানের মাজার সবার জন্য উন্মুক্ত : আতিকুর রহমান রুমন ◈ ওভার-স্টে বিদেশিদের জন্য নতুন জরিমানা নীতি চালু করছে মালয়েশিয়া, অক্টোবর থেকে কার্যকর

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৮ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কক্সবাজারে, কৌতূহল

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এখন কক্সবাজারে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন তিনি। তার সঙ্গে আরও দুই ব্যক্তি রয়েছেন। তারা হলেন- কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া। এ দুই ব্যক্তির প্রাতিষ্ঠানিক কোনো পরিচয় পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনজনই বিমানবন্দর থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএর ঘাট থেকে স্পিডবোটযোগে মহেশখালীতে যান।

মহেশখালীতে পৌঁছার পর প্রতিনিধিদলটি কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত এক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেন। এদিন বেলা ১১টায় হোপ হসপিটালে প্রতিনিধি দলটি পৌঁছান বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি মো. মঞ্জুরুল হক।

এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি হোপ হসপিটালের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। তিনি এক্সিলারেটর এলএনজি টার্মিনাল ও হোপ যৌথ প্রযোজনায় কুতুবজোমে হাসপাতাল পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে যোগ দেন। এ সময় সংশ্লিষ্ট হোপ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক এডভাইজার হিসেবে ২য় বারের মতো মহেশখালী পরিদর্শন করেন তিনি। পিটার হাস্‌ এক্সিলারেটর এলএনজি টার্মিনাল ও হোপ যৌথ প্রযোজনায় কুতুবজোমে হাসপাতাল পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে যোগ দেন। এ সময় সংশ্লিষ্ট হোপ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ৫ই আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা কক্সবাজার সফরে গেলে পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন ওঠে। পরে যদিও এনসিপি নেতারা তা অস্বীকার করেন। এবং শেষ পর্যন্ত এ খবরের সত্যতা মিলেনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়