শিরোনাম
◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের ◈ কক্সবাজা‌রের নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা, জেলে নিখোঁজ, কী হচ্ছে সেখানে? ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শক্তিশালী প্রত্যাবর্তন: এক বছরে মন্দা থেকে শীর্ষে বাংলাদেশ ◈ শনিবার সাধারণ ছুটি : কারা পাবেন, কারা পাবেন না ◈ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুজন গুলিবিদ্ধ ◈ শবনম ফারিয়ার পোস্ট, কমেন্টে যা বললেন সারজিস আলম ◈ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি ৪০ দলের নেতাদের ◈ ফরিদপুরে ফের মহাসড়কের অবরোধ তুলে নিলো বিক্ষুব্ধ জনতা, সংঘর্ষ  ◈ হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২ ◈ মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ, আহত ৮

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ৬০ দোকান

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মার্কেটে আগুনে পুড়ে গেছে ৬০টি দোকান। এতে এসব দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুড়ে যাওয়া মার্কেটটি স্থানীয়ভাবে চান্দনা চৌরাস্তা কাঁচাবাজার হিসেবে পরিচিত। সেখানে কাঁচা মালামাল খুচরা ও পাইকারি বেচাবিক্রি হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত বাজারটির ব্যবসায়ীরা জানান, মার্কেটটিতে প্রায় দেড় শতাধিক দোকান রয়েছে। দীর্ঘ দিন ধরে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছেন তারা। বৃহস্পতিবার সকালে হঠাৎ আগুন লাগার খবর পেয়ে সেখানে ছুটে আসেন সবাই। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও প্রায় ৬০টি দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, চন্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের পশ্চিম পাশে টিনশেডের তৈরি মার্কেটে একটি দোকানে আগুন লাগে। পরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়