তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ শেরপুর সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত অধিকার সংরক্ষণে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কর্তৃক ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৩ সেপ্টেম্বর, ২০২৫ বুধবার বিকেল ৫টায় ও শেরপুর সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলীদের একঘন্টা অতিরিক্ত কাজ 'কর্মসূচি'' অনুষ্ঠিত হয়।
এসময় আব্দুর রহমান -উপ-সহকারী প্রকৌশলী সড়ক বিভাগ, শেরপুর, তিনি বলেন ইতিবাচক আন্দোলনের কর্মসূচী হিসেবে সওজ অধিদপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীগণকে স্ব স্ব দপ্তরে নির্ধারিত দাপ্তরিক সময়ের পর অতিরিক্ত ১ ঘন্টা কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালনে, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত অধিকার সংরক্ষণে কর্মসূচি একত্ব্ ঘোষনা করছি।
এ-সময় আব্দুল হালিম উপ-সহকারী প্রকৌশলী শেরপুর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ডিপ্লোমা প্রকৌশলীরা অতীতে তাদের নির্ধারিত অফিস সময়ের পর অতিরিক্ত এক ঘন্টা কাজ করে ইতিবাচক আন্দোলনের অংশ হিসেবে করছি ,এবং বর্তমানে আমাদের অতিরিক্ত কাজ সংক্রান্ত নির্দিষ্ট কোনো নীতিমালা না থাকলেও সাম্প্রতিককালে বিভিন্ন দাবিতে আন্দোলনে আমরা একত্বা ঘোষনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন এস.এম আল-আমিন, সৈয়দ আদনান কায়সার, আব্দুল হালিম, আব্দুর রহমান উপ-সহকারী প্রকৌশলী সড়ক বিভাগ, শেরপুর।