শিরোনাম
◈ পুলিশের নজর বিশেষ সাড়ে ৩ ঘন্টায়, কি হতে চলেছে ঢাকায়? (ভিডিও) ◈ ২০১৪ সালে বাংলাদেশের নির্বাচনে কৌশলগত ভুল করেছিল ভারত: প্রফেসর শ্রী রাধা দত্ত (ভিডিও) ◈ হকি বিশ্বকাপের বাছাই প‌র্বে খেলার সম্ভাবনা জাগা‌লো বাংলাদেশ ◈ তালা দিবা, হাতাহাতি করবা তোমরা আর ইলেকশন আমাকে করে দিতে হবে: রাবি ভিসির ক্ষোভ (ভিডিও) ◈ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি ও আসন্ন নির্বাচনী রাজনীতি‌তে কোন সমীকরণ কাজ কর‌ছে ◈ পর্যাপ্ত প্রমাণ মেলেনি, ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত পা‌কিস্তা‌নের ক্রিকেটার হায়দার আ‌লি  ◈ পিটার হাসের কৌশলগত ভূমিকা, এলএনজি নিয়ে নতুন সম্ভাবনার পথে বাংলাদেশ ◈ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সীমানা পুনঃনির্ধারণ, যা বললেন রুমিন ফারহানা ◈ সর্বজনীন পেনশন স্কিমে ঋণ সুবিধা চালু, শর্ত সাপেক্ষে মিলবে ৫০% পর্যন্ত ◈ মালয়েশিয়ায় ৭৮৭৩ জন কর্মী প্রেরণের বিজ্ঞপ্তি প্রকাশ, আছে যত শর্ত

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫১ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের গোমকোট গ্রামের চৌকিদার বাড়িতে জমি নিয়ে বিরোধের জের ধরে জাকির হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই গ্রামের সিরাজ মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ প্রতিবেশী রবিউল হোসেন (৫০) ও তার স্ত্রী রেহানা বেগমকে (৪৫) আটক করেছে।

জানা যায়, নিহত জাকির হোসেন তার মেয়ে রৌশন আরা আক্তারকে পার্শ্ববর্তী বাড়ির কামাল হোসেনের কাছে বিয়ে দেন। কামাল বিয়ের পর তার স্ত্রী রৌশন আরাকে ৩৪ দশমিক ৫ শতক জায়গা দান করেন। দানের বিষয়টি কামালের পরিবার মেনে নিতে পারেননি। মঙ্গলবার রাতে ওই জমি চাষাবাদ করতে গেলে কামালের ভাই রবিউল ও তার স্ত্রী রেহানা বেগম বাঁধা দেন। পরে কামাল ও তার শ্বশুর জাকির হোসেন এগিয়ে গেলে রবিউল, তার স্ত্রী রেহানা বেগম ও তার ছেলে নজরুল ইসলাম (২৫) জাকিরকে এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতের মেয়ে রৌশন আরা আক্তার রুনা অভিযোগ করেন, তার বাবাকে লোহার টর্চলাইট দিয়ে পিটিয়ে ও অণ্ডকোষ চেপে হত্যা করা হয়েছে।

নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। দুজনকে আটক করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়