নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে পরপর দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন রেজাউল (২৮) ও তুহিন (২৫)।
বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ভূরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে ও অটোরিকশাচালক রেজাউলের লাশ ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন নদী থেকে উদ্ধার করা হয়। এর আগে রাতেই পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কালাম হাওলাদারের ছেলে তুহিনের লাশ লোহালিয়া সেতুর নিচ থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিলে তুহিন নিখোঁজ হন। অন্যদিকে একইদিন সকালে রেজাউল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে রাতেই লোহালিয়া এলাকার কাশিপুর রোড থেকে তার অটোরিকশা উদ্ধার করে পুলিশ।
পরপর দুই যুবকের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে।