শিরোনাম
◈ পিটার হাসের কৌশলগত ভূমিকা, এলএনজি নিয়ে নতুন সম্ভাবনার পথে বাংলাদেশ ◈ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সীমানা পুনঃনির্ধারণ, যা বললেন রুমিন ফারহানা ◈ সর্বজনীন পেনশন স্কিমে ঋণ সুবিধা চালু, শর্ত সাপেক্ষে মিলবে ৫০% পর্যন্ত ◈ মালয়েশিয়ায় ৭৮৭৩ জন কর্মী প্রেরণের বিজ্ঞপ্তি প্রকাশ, আছে যত শর্ত ◈ হোটেলে গোপন সুড়ঙ্গ, ১৪ তরুণ-তরুণী ধরা ◈ আদালতের রায়ের আগেই গোপনে দেশ ছাড়লেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ◈ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশে কখন, কোথায় দেখা যাবে ◈ পরিবর্তন আনা হয়েছে যে ৪৬ আসনের সীমানায় ◈ টেলিকম খাতে চার ধরনের লাইসেন্সে নতুন নীতিমালা অনুমোদন, সুলভে মানসম্মত সেবা নিশ্চিতের প্রত্যাশা ◈ ড. ইউনূস ও গোয়েন লুইস বৈঠক: ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫৫ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া শহরের নয়নপুর থেকে ময়না হত্যাকান্ডের আসামী গ্রেফতার

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ময়না হত্যা মামলার ১নং পলাতক আসামী হোসেন মিয়া (৪৫)কে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব-৯) সদস্যরা গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে শহরের নয়নপুর (পুনিয়াউট) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার হওয়া হোসেন মিয়া আতকাপাড়া এলাকার মৃত রহমত আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ভিকটিম ময়না (১২) পূর্ব পরিচিত বিবাদীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলতি ছিল। ১৩ ফেব্রুয়ারি ২০২৫ সালে বিয়ের অনুষ্ঠানে গান-বাজনা নিয়ে পূর্ব বিরোধ জড়িয়ে ধাওয়া-ধাওয়াসহ তর্ক-বিতর্ক হয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ঘটনাস্থলে আগে থেকেই ওৎপেতে থাকে। ভ Vikটিমের পরিবার জরুরি কাজে মনিপুর বন্দর বাজার যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হলে ঘটনাস্থলে পৌঁছামাত্র বিবাদীগণ ভিকটিমের ওপর এলোপাথাড়ি মারপিট শুরু করে। হোসেন মিয়া এক হাতে বল্লম দিয়ে ভিকটিমের বুকের বাম পাশে গুরুতর আঘাত করেন। পরে ভিকটিমের ডাক Chad চিৎকারে এলাকাবাসীর সহায়তায় তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামীকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়