শিরোনাম
◈ ২৯ বছর বয়‌সে মহানার্যমান সিন্ধিয়া রাজ্য ক্রিকেটের সভাপতি! থাকেন ৪ হাজার কোটি টাকার প্রাসাদে ◈ জাবিতে ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, ২৮ বাস আটক ◈ সরকারি কর্মচারীদের পে-স্কেল ঘোষণা নিয়ে নতুন তথ্য ◈ বাবাকে নজরবন্দি, ভাইদের আটক: সৌদি রাজতন্ত্রে যেভাবে ক্ষমতাধর হয়ে ওঠেন মোহাম্মদ বিন সালমান! ◈ পাকিস্তানে সমাবেশে বিস্ফোরণ, নিহত অন্তত ১৩ ◈ বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ মালয়েশিয়ায় অভিবাসন-বিরোধী অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অবৈধ অভিবাসী আটক ◈ অন্তবর্তী সরকা‌রের এক বছরে যা করা হয়নি, যা যা করতে হবে ◈ ‘লাবুবু’ পুতুলের সাফল্যে জ্যাক মা’কে ছাড়িয়ে চীনের কনিষ্ঠ শীর্ষ ধনী পপ মার্টের প্রতিষ্ঠাতা ওয়াং নিং ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে সি‌রিজ খেল‌তে অক্টোবরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, নভেম্বরে আয়ার‌ল্যান্ড 

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৫ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীর বাঘায় মাংসের ভেতর লুকানো ২ বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

রাজশাহীর বাঘায় মাংসের ভেতর লুকানো ২ বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

 

ইফতেখার আলম বিশাল,রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় চাঞ্চল্যকর ঘটনায় বাজার সদাইয়ের ভেতরে কাঁচা মাংসের আড়ালে লুকানো দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চকছাতারিয়া এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত যুবক হলো কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার উত্তর খারিজা থাক চিলমারী গ্রামের মৃত মামুন মন্ডলের ছেলে মোঃ নয়ন আহম্মেদ (২৫)।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল আলম মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পাকুরিয়া ঘাট থেকে ভ্যানযোগে অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে একজন ব্যক্তি বাঘা বাজারের দিকে যাচ্ছে। খবর পেয়ে বাঘা থানার একটি টিম অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে নয়ন আহম্মেদ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা সাদা বাজারের ব্যাগ তল্লাশি করে আটা, রসুন ও সরিষার তেলের সঙ্গে রাখা কাঁচা মাংসের ভেতর থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নয়নের সহযোগী একই এলাকার মোঃ কালু নামের এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, আটককৃত নয়ন আহম্মেদ ও পলাতক সহযোগীর বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়