শিরোনাম
◈ আরও কমলো এলপি গ্যাসের দাম ◈ বাংলাদেশিদের ভিসা নিয়ে যে বার্তা দিলো ইতালি ◈ সমন্বয়কদের গ্রেপ্তার নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রাজসাক্ষী সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ◈ ক্রিকেটাররা এখন জিতলেই খুশি হয়ে যায় না, তারা জা‌নে তা‌দের আ‌রো ভা‌লো কর‌তে হ‌বে: বি‌সি‌বি সভাপ‌তি ◈ বাকৃবিতে হল ছাড়ার নির্দেশ অমান্য করে দ্বিতীয় দিন রেলপথ অবরোধ শিক্ষার্থীদের ◈ নোয়াখালীতে সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার ◈ বাংলাদেশের খেলা দে‌খে মুগ্ধ নেদারল‌্যান্ডস কোচ নিকার্ক ◈ কিম জং–উন এর সবুজ ট্রেনে, কী নেই বুলেটপ্রুফ ট্রেনটিতে! জানুন এর বৈশিষ্ট্য (ভিডিও) ◈ আন্দোলন দমাতে লেথাল উইপেন ব্যবহারের নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা: সাবেক আইজিপি মামুন ◈ ডাকসু নির্বাচন: নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১০ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলার মেঘনায় কাঁচামালবাহী জাহাজ ডুবি

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলার সদর উপজেলার মেঘনা নদীতে একটি সিরামিক কোম্পানির কাঁচামালবাহী জাহাজ ডুবেছে। সোমবার ভোরে কাচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনানদীতে ডুবে যায়। 

জাহাজটির নাম এমভি রেক্সগ্লোরি-১। জাহাজের স্টাফরা জানান, বিষয়টি মালিকপক্ষকে অবহিত করা হয়েছে। তারা উদ্ধার জাহাজ পাঠিয়ে মালামাল খালাস ও জাহাজকে বিপদমুক্ত করার উদ্যোগ নেবেন। তবে এ বিষয়ে কোনো সরকারি দপ্তর জানে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

জাহাজের সুকানী মো. শহিদুল ইসলাম ও স্থানীয় জেলেরা জানান, সিরামিক কাঁচামাল বোঝাই করে এমভি রেক্সগ্লোরি-১ চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। শুক্রবার রাতে ভোলার কাচিয়া ঘাটে নোঙর করে। সোমবার ভোরের দিকে নোঙর উঠিয়ে ঢাকার পথে যাত্রা শুরুর পর বিপরীত দিক থেকে আসা সুলতানা বক্কর নামের আরেকটি জাহাজ ধাক্কা দিলে রেক্সগ্লোরির তলা ফেটে যায়। এর পর থেকে ধীরে ধীরে জাহাজটি ডুবতে থাকে।

জাহাজে থাকা ১৩ জন স্টাফ স্থানীয় ট্রলারের সাহায্যে তীরের তুলাতুলি মাছঘাটে আশ্রয় নেন। সরেজমিনে দেখা যায়, জাহাজটি পুরোপুরি ডুবতে আরও ২-৩ হাত বাকি আছে। সন্ধ্যার মধ্যে সম্পূর্ণ ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ভোলা নদীবন্দর উপপরিচালক মো. রিয়াদ হোসেন জানান, তাঁকে বিষয়টি অবহিত করা হয়নি। একই কথা জানান ভোলা ইলিশা নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন। তিনি বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়