শিরোনাম
◈ তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নিজের, সহায়তা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা ◈ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাপে নিম্নবিত্ত, অসহায় মধ্যবিত্ত ◈ নাটোর থেকে অপহৃত বিকাশ কর্মীকে টাঙ্গাইল থেকে উদ্ধার, জড়িত ভুয়া পুলিশ আটক ◈ ডিমের ডজন ১৫০ টাকা ছাড়ালেই আমদানির অনুমতি দেবে সরকার ◈ বর্ণবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান ফিফার: আর্জেন্টিনাসহ ছয় দেশকে বড় অঙ্কের জরিমানা ◈ সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় ৪৯তম স্থানে বাংলাদেশের আজিজ খান, সম্পদ ১.১ বিলিয়ন ডলার ◈ বিশ্বকাপও বয়কট কর‌লো পা‌কিস্তান, এই মুহূর্তে ভারতে দল পাঠানো তা‌দের প‌ক্ষে সম্ভব নয় ◈ ঢাকায় সভা-সমাবেশে নতুন করে নিষেধাজ্ঞা ◈ ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৩৬৩ ◈ ‍‌‌`মিথ্যা তথ্য দিয়ে পূর্বাচলে প্লট নেন শেখ রেহানা'

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৬ বিকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের বিভিন্ন এলাকায় গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার-ফেস্টুন

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সংগঠনটির সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকীর নেতৃত্বে রবিবার (৩১ আগস্ট) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে ফেস্টুন ও পোস্টার লাগানো হয়। এতে এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে এলাকাবাসীর নজরে আসে এসব ফেস্টুন। পোস্টারগুলোতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিদ্রুপমূলক মন্তব্য এবং স্বৈরশাসক শেখ হাসিনা ফিরে আসবেন—এমন বার্তা প্রচার করা হয়। রবিবার দিবাগত রাত ২টার দিকে এ সংক্রান্ত একটি ভিডিও প্রান্ত সিদ্দিকীর ফেসবুক আইডিতেও আপলোড করা হয়। সেখানে তিনি লিখেন— “ফয়সালা রাজপথেই হবে ইনশাআল্লাহ।”

স্থানীয় সূত্র জানায়, বোয়ালমারী বাজার, ডাকবাংলা মোড়, কৃষি ব্যাংক, জর্জ একাডেমি, মহিলা কলেজ মোড়, বাস টার্মিনালসহ উপজেলার বিভিন্ন গ্রাম ও হাটবাজারে এসব ফেস্টুন লাগানো হয়েছে।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে বোয়ালমারী উপজেলা বিএনপি প্রস্তুতি মূলক কমিটির সদস্য রোকনুজ্জামান বকুল বলেন, “আওয়ামী লীগের স্বৈরশাসক শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা, গুম-খুন ও নানা হয়রানির মাধ্যমে দমন করেছে। সেই স্বৈরাচারকে ফিরিয়ে আনতে নিষিদ্ধ ছাত্রলীগ মাঠে নেমেছে। টেন্ডারবাজি, চাঁদাবাজির মতো অপরাধে জড়িয়ে থাকা এই সংগঠনের সাহস হলো কিভাবে?”

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “বিষয়টি আমরা জেনেছি। তারা রাতের আঁধারে ফেস্টুন লাগাতে পারে। তবে আমরা সজাগ রয়েছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দিকে কড়া নজর রাখা হচ্ছে, পাওয়া মাত্রই আটক করা হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়