শিরোনাম
◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও) ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৭:৫১ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় পারিবারিক দ্বন্দ্বে মা–বোনকে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে শাহিন আটক

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লা নগরীর ২১ নম্বর ওয়ার্ডের রামনগর এলাকায় পারিবারিক দ্বন্দ্বের জেরে এক যুবকের হাতে মা ও বোন খুন হয়েছেন। রোববার (৩১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—লুৎফা বেগম (৭০) ও তাঁর মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৩২)। ঘটনায় জড়িত লুৎফা বেগমের ছেলে শাহিন হোসেন (৩৮) কে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে দুপুরে শাহিন ঘরে রাখা ধারালো দা দিয়ে প্রথমে মাকে কোপান। এ সময় বোন শিল্পী মাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে হত্যা করেন তিনি। ঘটনাস্থলেই মা ও বোনের মৃত্যু হয়।

নিহত লুৎফা বেগমের বড় মেয়ে হাসিনা আক্তার শিউলি অভিযোগ করে বলেন, “আমার মা পাঁচ বছর ধরে স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। এ নিয়ে শাহিনের স্ত্রী লাকি বেগম মাকে ঠিকমতো খাবার দিত না, সবসময় অত্যাচার করত, এমনকি মেরে ফেলার হুমকি দিত। আজ তারা মিলে মাকে মেরে ফেলেছে। আমি তাদের ফাঁসি চাই।”

নিহতের ছোট বোন শাহানা বেগমও অভিযোগ করে বলেন, “আমার বোনকেও শাহিন ও তার স্ত্রী লাকি মিলে হত্যা করেছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি সেলিম মিয়া বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহিনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়