শিরোনাম
◈ ন্যায়বিচার পেয়েছেন তারেক রহমান: ব্যারিস্টার কায়সার কামাল ◈ জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন: আযম খান ◈ বিশ্বব‌্যাপী মা‌র্কিন প্রভা‌ব রুখ‌তে ইরান ও চীনের ২৫ বছরের ব্যাপক চুক্তি ◈ ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও পরিবারের ৮ হাজার কোটি টাকার লেনদেন ◈ সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কক্সবাজারে, কৌতূহল ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০ গাড়ি কেনা হচ্ছে ◈ সোহাগ পরিবহনের কাউন্টারে তাণ্ডব, হামলার নেপথ্য কারন যা জানাগেল ◈ এবার জেলেনস্কিকে মস্কোয় আমন্ত্রণ জানালেন পুতিন ◈ ২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমান-বাবরের খালাসের রায় আপিল বিভাগেও বহাল

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৬:৫২ বিকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা  ফুটপাত দখল উচ্ছেদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, সিএনজি ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৩১ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শুরু হয় মেডিকেল কলেজের মূল ফটক থেকে হাসপাতালের প্রবেশপথ পর্যন্ত সড়কের দুইপাশে। এসময় ফুটপাত দখল করে রাখা দোকানের মালামাল সরিয়ে দেওয়া হয় এবং দোকানপাটগুলোর ছাউনি ভেঙে ফেলা হয়। একইসঙ্গে দীর্ঘদিন ধরে সেখানে গড়ে ওঠা অবৈধ সিএনজি ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ডও উচ্ছেদ করা হয়। এমনকি এসময় ফুটপাত দখল করে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সও ভেঙে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়, যাতে সামনে আর কোনো পার্কিং বা দোকান বসতে না পারে। এজন্য হাসপাতালের গেইট সংলগ্ন ফুটপাতে ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের গেইট ও আশেপাশের এলাকায় অবৈধ দোকানপাট বসানো হচ্ছিল। পাশাপাশি গড়ে উঠেছিল সিএনজি ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড। এর ফলে রোগী ও স্বজনদের যাতায়াত ব্যাহত হচ্ছিল এবং প্রায়ই যানজট তৈরি হতো। হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমরা এই অভিযান পরিচালনা করেছি। রোগীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ দোকানপাট ও স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। যারা ফুটপাত দখল করে রেখেছিল তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

এ অভিযানের ফলে হাসপাতাল এলাকায় দীর্ঘদিনের দখলদারিত্বের অবসান ঘটায় রোগী ও স্বজনরা স্বস্তি প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন, নিয়মিত তদারকি হলে এই এলাকায় আর অবৈধ দোকানপাট বা স্ট্যান্ড গড়ে উঠতে পারবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়