শিরোনাম
◈ মোদির লাভ, পুতিনের ভরসা, জিনপিংয়ের প্রভাব—এসসিও সম্মেলনে নতুন ভূরাজনীতি ◈ প্রেমিক যুগল অপহরণচেষ্টা:, উদ্ধারে গেলে মরিচের গুঁড়া ছিটিয়ে পুলিশকে এলোপাতাড়ি কো.প ◈ ছেলে জয়কে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন শাকিব-অপু ◈ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় ইসি কর্মকর্তারা ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ◈ লন্ডনের রাস্তায় যা করলেন ভারতীয় ছাত্রী, ভিডিও ভাইরাল ◈ ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৩৮ হাজার কোটি টাকা লুটে নিয়েছে এস আলম! ◈ ‘২ মাসের বেশি রিলেশনে থাকি না, টেস্ট চেঞ্জ করতে ভালো লাগে’ ◈ নির্বাচনের জন্য ১০ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ইসি ◈ এবার নিলামে বিক্রি হচ্ছে হাজার হাজার ঘনফুট সাদাপাথর

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৫, ০৩:০৯ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে বন কর্মকর্তার ওপর হামলার অ‌ভি‌যোগ, গুরুতর আহত বন‌বিট কর্মকর্তা

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন বিভাগের নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাসের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বাঁশখালী থানায় লিখিত এজাহার দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

বন‌বিভাগ  ও স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) রা‌তে পুইছ‌ড়ির মাষ্টার নজির আহামদ কলেজের সামনে পি.এ.বি সড়কে স্থানীয় মোহাম্মদ বাবুল (৪০) নেতৃত্বাধীন কয়েকজন সরকারি বনের গাছ কেটে নসিমন গাড়িতে পরিবহন তো‌লে । এ সময় বন কর্মকর্তারা পে‌য়ে সেখা‌নে গে‌লে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় ব‌লে জানা যায় ।

অভিযোগে অঞ্জন কান্তি বিশ্বাস উল্লেখ করেন, আসামীরা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে বারবার আঘাত করে তাকে গুরুতর আহত করে। এতে তার দুই হাতে হাড় ভাঙা জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। একই সঙ্গে তার কাছ থেকে নগদ ১৪ হাজার ৫০০ টাকা এবং একটি স্যামসাং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এক্স-রে করার পর তার গুরুতর আঘাতের প্রমাণ মেলে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বন‌বিভা‌গে‌ে লোকজন ক‌রেন অভিযুক্ত মোহাম্মদ বাবুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা। দীর্ঘদিন ধরে তিনি সরকারি বন থেকে মূল্যবান গাছ কেটে বিক্রি করছেন এবং প্রভাব খাটিয়ে বনের জমি দখল করে রেখেছেন।

ঘটনার ব‌্যাপারে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার বলেন,উপজেলার পুইছ‌ড়ি‌তে বন বিভাগের নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাসের ওপর হামলার বিষয়ে অবগত আছি। লিখিত এজাহার পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ব‌লে তি‌নি জানান ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়