শিরোনাম
◈ কাপাসিয়ার কামারগাঁও উচ্চ বিদ্যালয়: বিনা ছুটিতে আমেরিকা বসে বেতন নিচ্ছেন প্রধান শিক্ষক ◈ চীনের বাঁধে ভারতের পানিঝুঁকি, বাড়ছে সংঘাতের আশঙ্কা ◈ যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা প্রশমণে ভারতের লবিং ফার্ম নিয়োগ  ◈ বাংলাদেশ–পাকিস্তান সম্পর্কের স্থায়িত্বে প্রয়োজন ক্ষমা প্রার্থনা: বিশেষজ্ঞদের মত ◈ ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২ ◈ ‌‌‌'আন্দোলনের সময় ছাত্রদের ন..গ্ন ভিডিও করে রেখে দিতেন তৌহিদ আফ্রিদি' (ভিডিও) ◈ রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পশ্চিমা বিশ্বের ১১ দেশের ◈ কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হার্ট অ্যাটাক ◈ বিএনপি নেতা ফজলুর রহমান প্রাণনাশের শঙ্কায়, চাইলেন নিরাপত্তা ◈ সারাদেশে একযোগে ৫৩ বিচারককে বদলি

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার বছর ধরে প্রেমের নামে ধর্ষণ, অবশেষে ধরা পড়ল প্রধান আসামি জয়

​ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সামিউল আলিম জয়কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। গত ২৪ আগস্ট সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী জেলার দুর্গাপুর থানার কুহাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​র‍্যাব-৫ থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত সামিউল আলিম জয় (২৮) চারঘাট থানার নন্দনগাছি গ্রামের জালালের ছেলে এবং বর্তমানে বোয়ালিয়া থানার সাধুর মোড় কুবা মসজিদের পেছনে বসবাস করেন।

​বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ভুক্তভোগী তরুণী এবং আসামি জয়ের পরিবার ২০২১ সাল থেকে বোয়ালিয়া থানাধীন সাধুর মোড় রানীনগর এলাকায় একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। এই সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সুযোগ নিয়ে গত ১৫ জুন, ২০২৫ তারিখে ভুক্তভোগীর বাড়িতে কেউ না থাকায় জয় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

​এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে, এমনকি নিজেদের ভাড়া বাসায়ও স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়। সর্বশেষ ১৫ জুন থেকে ১২ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত এই জোরপূর্বক ধর্ষণ চলতে থাকে। পরবর্তীতে যখন আসামি ভুক্তভোগীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়, তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে।

​এ ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে বোয়ালিয়া থানায় ধর্ষক সামিউল আলিম জয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাবও ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অবশেষে ২৪ আগস্ট, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫-এর একটি দল দুর্গাপুর থানার ঝালুকা ইউপির কুহাড় এলাকা থেকে মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​গ্রেপ্তারের পর আসামিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়