শিরোনাম
◈ কাপাসিয়ার কামারগাঁও উচ্চ বিদ্যালয়: বিনা ছুটিতে আমেরিকা বসে বেতন নিচ্ছেন প্রধান শিক্ষক ◈ চীনের বাঁধে ভারতের পানিঝুঁকি, বাড়ছে সংঘাতের আশঙ্কা ◈ যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা প্রশমণে ভারতের লবিং ফার্ম নিয়োগ  ◈ বাংলাদেশ–পাকিস্তান সম্পর্কের স্থায়িত্বে প্রয়োজন ক্ষমা প্রার্থনা: বিশেষজ্ঞদের মত ◈ ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২ ◈ ‌‌‌'আন্দোলনের সময় ছাত্রদের ন..গ্ন ভিডিও করে রেখে দিতেন তৌহিদ আফ্রিদি' (ভিডিও) ◈ রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পশ্চিমা বিশ্বের ১১ দেশের ◈ কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হার্ট অ্যাটাক ◈ বিএনপি নেতা ফজলুর রহমান প্রাণনাশের শঙ্কায়, চাইলেন নিরাপত্তা ◈ সারাদেশে একযোগে ৫৩ বিচারককে বদলি

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহার রেলগেট এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন এলাকায় রেলগেট সংলগ্ন দুই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার সকালে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী, পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সান্তাহার রেলওয়ে স্টেশনের জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছিল দখলদাররা। এতে ট্রেন চলাচলে বাধার সৃষ্টি হচ্ছিল এবং প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন—বগুড়া সহকারী কমিশনার কাসওয়ার তানজামুল ইসলাম, আদমদীঘি সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাতিজা খানম, সান্তাহার কানুনগো কার্যালয়ের ফিল্ড কানুনগো মনোয়ার হোসেন, রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান, উপ-পরিদর্শক আব্দুল মান্নানসহ সেনাবাহিনী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাতিজা খানম বলেন, “অবৈধ দোকানপাটের কারণে ট্রেন চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছিল। এতে যাত্রী ও স্থানীয়দের জীবনঝুঁকি বেড়ে যাচ্ছিল।”

বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, “দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি যাতে পুনরায় কেউ অবৈধভাবে স্থাপনা গড়ে তুলতে না পারে, সে বিষয়ে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়