শিরোনাম
◈ কাপাসিয়ার কামারগাঁও উচ্চ বিদ্যালয়: বিনা ছুটিতে আমেরিকা বসে বেতন নিচ্ছেন প্রধান শিক্ষক ◈ চীনের বাঁধে ভারতের পানিঝুঁকি, বাড়ছে সংঘাতের আশঙ্কা ◈ যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা প্রশমণে ভারতের লবিং ফার্ম নিয়োগ  ◈ বাংলাদেশ–পাকিস্তান সম্পর্কের স্থায়িত্বে প্রয়োজন ক্ষমা প্রার্থনা: বিশেষজ্ঞদের মত ◈ ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২ ◈ ‌‌‌'আন্দোলনের সময় ছাত্রদের ন..গ্ন ভিডিও করে রেখে দিতেন তৌহিদ আফ্রিদি' (ভিডিও) ◈ রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পশ্চিমা বিশ্বের ১১ দেশের ◈ কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হার্ট অ্যাটাক ◈ বিএনপি নেতা ফজলুর রহমান প্রাণনাশের শঙ্কায়, চাইলেন নিরাপত্তা ◈ সারাদেশে একযোগে ৫৩ বিচারককে বদলি

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৫, ০৬:৩৫ বিকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৬৩ বোতল ভারতীয় মদসহ ইজিবাইক আটক

হাবিবুর রহমান, নেত্রকোনা : নেত্রকোনার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৬৩ বোতল ভারতীয় মদ ও একটি ইজিবাইক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান সোমবার (২৫ আগস্ট) দুপুরে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

রবিবার দিবাগত রাত ২টার দিকে দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী নলুয়াপাড়া বিওপির একটি টহল দল দাহাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ১০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। 

অপরদিকে সোমবার ভোর রাত সাড়ে ৫টার দিকে ভরতপুর বিওপির টহল দল গাজিরকোনা এলাকায় অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় ৬৩ বোতল ভারতীয় মদ এবং পাচারে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

তিনি আরও জানায়, উদ্ধারকৃত মদ পরবর্তীতে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, প্রায়ই বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মদ উদ্ধার হয়। কিন্তু মাদক চক্রের মূল হোতারা থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে। এতে করে সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে, প্রকৃত অপরাধীরা কেনো ধরা পড়ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়