শিরোনাম
◈ হাইকোর্টের অতিরিক্ত বিচারক হলেন সারজিস আলমের শ্বশুর ◈ শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে যা জানালেন উপদেষ্টা ◈ সরকারি চাকরিজীবীরা আরও দুটি লম্বা ছুটি পাচ্ছেন চলতি বছর ◈ সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর ◈ বাংলাদেশে তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে ◈ রুমিন ফারহানাকে কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন আরজে কিবরিয়া ◈ মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ফাঁড়ির সদস্যদের ওপর ডাকাত দলের হামলা, গোলাগুলি ◈ কাপাসিয়ার কামারগাঁও উচ্চ বিদ্যালয়: বিনা ছুটিতে আমেরিকা বসে বেতন নিচ্ছেন প্রধান শিক্ষক ◈ চীনের বাঁধে ভারতের পানিঝুঁকি, বাড়ছে সংঘাতের আশঙ্কা ◈ যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা প্রশমণে ভারতের লবিং ফার্ম নিয়োগ 

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৫, ১১:৫২ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে বন্ধু কে বাড়ীতে ডেকে এনে খুন

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ-শেরপুরের নালিতাবাড়ীতে  ঘনিষ্ঠ বন্ধু তুলা মিয়া কে বাড়ীতে ডেকে এনে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (২৪শে আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মরাখলা ছালাতলা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তুলা মিয়ার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত নাজমুল হোসেন তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে নাজমুল ধারালো অস্ত্র দিয়ে তুলা মিয়াকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। গুরুতর জখম অবস্থায় তুলা মিয়া মাটিতে লুটিয়ে পড়লে নাজমুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে খবর পেয়ে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় তুলা মিয়াকে উদ্ধার করে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।

এদিকে, এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

হত্যাকাণ্ডের নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা এখনো নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। ঘটনার মূল রহস্য উদঘাটন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান ও তদন্ত কার্যক্রম চলছে বলেও জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়