ইফতেখার আলম বিশাল, রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর উন্নয়নে নতুন মাইলফলক যুক্ত হলো ৩৫ কোটি টাকার ১২টি অবকাঠামো প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে। শনিবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী সার্কিট হাউসে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফিতা কেটে ও বিশেষ মোনাজাতের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পগুলো শিক্ষা, যাতায়াত, বাজার ব্যবস্থাপনা ও কৃষি সেচ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
উল্লেখযোগ্য উদ্বোধিত ও ভিত্তিপ্রস্তর স্থাপিত প্রকল্পসমূহ:
উদ্বোধনী অনুষ্ঠানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “এসব প্রকল্প কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, মানুষের জীবনমান উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে। রাজশাহীর উন্নয়নে আমরা সমন্বিত উদ্যোগ নিচ্ছি।”
স্থানীয়দের প্রত্যাশা, কাজগুলো সময়মতো ও মান বজায় রেখে শেষ হলে রাজশাহীর সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।