শিরোনাম
◈ চীনের ভয়ঙ্কর 'অদৃশ্য মারণাস্ত্র' এইচপিএম: বিশ্বজুড়ে উদ্বেগ, ভারত-যুক্তরাষ্ট্রেও চিন্তার ভাঁজ! (ভিডিও) ◈ দিল্লির গাজিয়াবাদে ‘ভুয়া রাষ্ট্রদূত’ ধরা পড়লেন: ৩০০ কোটি রুপি পাচার, জাল দূতাবাস চালিয়ে বিদেশ সফর ১৬২ বার! ◈ অস্ত্র যদি হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসলেন কেন, বাবরকে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন ◈ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ: বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ◈ অ্যাসাইলাম আবেদন করলেই পাসপোর্ট দিচ্ছে না বাংলাদেশ মিশন, বিপাকে অস্ট্রেলিয়ায় শত শত বাংলাদেশি! ◈ বাংলাভাষী মুসলিমদের আটক করা ‘অবৈধ’, বাংলাদেশে পুশইন নিয়ে আরও যা বললেন ওয়াইসি ◈ যিনি প্রধানমন্ত্রী হোন তিনি তার পকেটে ক্ষমতা নিয়ে থাকেন: জোনায়েদ সাকি ◈ কচুয়ায় বিএনপির গণমিছিলে হামলা, আহত ১০ ◈ মুরাদনগরে ধর্ষণ ঘটনার প্রতিবেদন জমা দিয়েছেন কুমিল্লার এসপি ◈ যে কারণে বিএনপির ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৫, ০৯:১৭ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ১২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমান এখন বাংলাদেশের জন্য একজন উপযুক্ত নেতা : কাদের সিদ্দিকী

আরমান কবীর, টাঙ্গাইল: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘বিএনপির নেতা, জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের কোনো রাজনৈতিক কথা আমার পছন্দ হতো না। কিন্তু শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের কোনো কথা আমার অপছন্দ হয় নাই। তারেক রহমান এখন বাংলাদেশের জন্য একজন উপযুক্ত নেতা’।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের জেলা সদর রোডে অবস্থিত সোনার বাংলা কমিনিউটি সেন্টারে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘শেখ হাসিনার সঙ্গে বঙ্গবন্ধুকে ও শেখ হাসিনার সরকারের সঙ্গে মুক্তিযোদ্ধাদের যারা মেলাবে তারা আহাম্মকের স্বর্গে বাস করে। আওয়ামী লীগ স্বৈরাচার না, শেখ হাসিনার আওয়ামী লীগ স্বৈরাচার, এটা আমি মেনে নিতে পারি। আমি সেজন্য হাসিনা লীগ বলি। হাসিনা লীগ স্বৈরাচার আমার কোনো আপত্তি নাই।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার রাজনীতি, বঙ্গবন্ধুর রাজনীতি কখনো এক ছিল না। স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের আমরা মুক্তিযুদ্ধের জয় বাংলা চাই। তোমরা জয় বাংলা বলার জন্য মানুষকে জেলে দিছো। জবাব দিতে হবে না? আজ হোক কাল হোক বাংলাদেশ থাকলে জবাব একদিন তোমাকে দিতেই হবে। জবাবের বাইরে যেতে পারবে না। সরকারকে বলছি, আমরা প্রশ্ন করে পারি না। শেখ হাসিনাকে ঘোড়া রোগে ধরেছিল। সেজন্য তার পরিণতি এটা হয়েছে। কোটা ও বৈষম্যবিরোধীরা শেখ হাসিনা পতন ঘটায় নাই। শেখ হাসিনার পতন হয়েছে অত্যাচারের কারণে, আল্লাহ তরফ থেকে’।

তিনি আরও বলেন, যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে, আমি এখন পর্যন্ত একশ ভাগের একশ ভাগ তাদের পক্ষে। তাদের সম্মান ও সালাম জানাই বৈষম্যবিরোধী আন্দোলন যারা করেছে। যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে আমি তাদের সম্মান করি। তারা যদি তাদের সীমায় থাকতে না পারে, ওই আন্দোলনের সুনাম যদি একশ বছর না থাকে। ভবিষ্যতে অন্যায়কারীকে উৎখাত ও পতন ঘটাবো, তাহলে আমাদের সুনামও থাকবে না।

এসময় আবুল কালাম আজাদ বীর বিক্রম, হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, ফজলুল হক বীর প্রতীক, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনসুর আজাদ সিদ্দিকীসহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়