শিরোনাম
◈ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জন, হাসপাতালে চিকিৎসাধীন ৭৮ ◈ ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগ ◈ নির্বাচনে পরাজয় সত্ত্বেও জাপানের প্রধানমন্ত্রী ক্ষমতা ছাড়তে চান না ◈ আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ১ মিনিট নিরবতা, সবার বাহুতে থাকবে কালো ব্যাজ ◈ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনা, হতাহতের তথ্য গোপন করা হচ্ছে এ দাবি সঠিক নয় ◈ মাইল‌স্টোন ক‌লেজ ক‌্যাম্পা‌সে বিমান দুর্ঘটনায় মন কাঁদছে পাকিস্তানি ক্রিকেটারদের ◈ মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ জাতীয় গ্রিডে বিপর্যয়ে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতদের মধ্যে ৭ শিশুসহ আট জনের মরদেহ হস্তান্তর ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধদের সেবায় ডা. তাসনিম জারার ৭ পরামর্শ

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৫, ০৮:২২ রাত
আপডেট : ২২ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে অযত্ন-অবহেলায় স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়েছে চিকিৎসক নেই, সেবা নেই, ভোগান্তি চরমে

শামীম মীর, গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে প্রতিনিয়ত নানা দুর্ভোগের শিকার হচ্ছেন রোগীরা। চিকিৎসক সংকট, যন্ত্রপাতির অচলাবস্থা ও নাজুক পরিবেশ সব মিলিয়ে স্বাস্থ্যসেবার নামে চলছে এক অকার্যকর ব্যবস্থা।

রবিবার (২০ জুলাই) সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, হাসপাতালের গাইনী, মেডিসিন, অ্যানেসথেসিয়া, রেডিওলজি ও আল্ট্রাসনোগ্রাম বিভাগে নেই প্রয়োজনীয় চিকিৎসক। এক্স-রে মেশিন থাকলেও নেই কোনো টেকনিশিয়ান, ফলে রোগীদের যেতে হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে।

হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি ২৩ বছর বয়সী জান্নাত আক্তার বলেন, “ঔষধ ঠিকভাবে দেওয়া হয় না। ফ্লোর-ওয়াশরুমে ভেতরে দুর্গন্ধে থাকা যায় না। অনেকেই টয়লেট দেখে বমি করে ফেলেন।”

৮০ বছর বয়সী এক বৃদ্ধার স্বজন বলেন, “সরকারি খাবার সময়মতো আসে না, মানও খারাপ। তিন দিনেও অনেক সময় খাবার মেলে না।”

অভিযোগ রয়েছে, শিশুদের ডায়রিয়ার ক্ষেত্রে খাবার স্যালাইনের সঙ্গে ডাব সরবরাহ করার কথা থাকলেও তা দেওয়া হয় না। অন্যদিকে ২৮ বছর বয়সী রোগী শাহিদা পারভিন বলেন, “চিকিৎসকরা সরকারি ল্যাব ব্যবহার না করে বাইরের ডায়াগনস্টিকে পাঠান। এতে রোগীর খরচ বাড়ছে।”

হাসপাতালে থাকার কথা ৫ জন পরিচ্ছন্নতা কর্মীর, বাস্তবে রয়েছেন মাত্র ২ জন। এতে নোংরা পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “জনবল সংকট, বাজেট ঘাটতি আর যন্ত্রপাতি নষ্ট থাকায় কাঙ্ক্ষিত সেবা দেওয়া যাচ্ছে না। বারবার জানানো হলেও কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না।”

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহিনকে হাসপাতাল এলাকায় না পাওয়ায় এবং ফোন করে ফোনে যোগাযোগ না হওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ অবস্থায় স্থানীয়রা বলছেন, দ্রুত পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ, যন্ত্রপাতি সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা না হলে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ মানুষের চিকিৎসাসেবা আরও হুমকির মুখে পড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়