শিরোনাম
◈ ২৯ বছর বয়‌সে মহানার্যমান সিন্ধিয়া রাজ্য ক্রিকেটের সভাপতি! থাকেন ৪ হাজার কোটি টাকার প্রাসাদে ◈ জাবিতে ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, ২৮ বাস আটক ◈ সরকারি কর্মচারীদের পে-স্কেল ঘোষণা নিয়ে নতুন তথ্য ◈ বাবাকে নজরবন্দি, ভাইদের আটক: সৌদি রাজতন্ত্রে যেভাবে ক্ষমতাধর হয়ে ওঠেন মোহাম্মদ বিন সালমান! ◈ পাকিস্তানে সমাবেশে বিস্ফোরণ, নিহত অন্তত ১৩ ◈ বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ মালয়েশিয়ায় অভিবাসন-বিরোধী অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অবৈধ অভিবাসী আটক ◈ অন্তবর্তী সরকা‌রের এক বছরে যা করা হয়নি, যা যা করতে হবে ◈ ‘লাবুবু’ পুতুলের সাফল্যে জ্যাক মা’কে ছাড়িয়ে চীনের কনিষ্ঠ শীর্ষ ধনী পপ মার্টের প্রতিষ্ঠাতা ওয়াং নিং ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে সি‌রিজ খেল‌তে অক্টোবরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, নভেম্বরে আয়ার‌ল্যান্ড 

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৫, ০৮:৫২ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্ঘটনা এড়াতে বাঁশ দিয়ে সতর্কবার্তা: ঢাকা-বরিশাল মহাসড়কে খানাখন্দে ঝুঁকিপূর্ণ যান চলাচল

শামীম মীর গৌরনদী প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কে কয়েক দিনের হালকা ও ভারী বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা নিজ উদ্যোগে বাঁশ পুঁতে বিপদসংকেত দেখিয়ে দিচ্ছেন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বরিশাল জেলার গৌরনদী উপজেলার ভূরঘাটা লোকাল বাসস্ট্যান্ড থেকে শুরু করে বরিশাল নতুল্লাবাদ বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার মহাসড়কজুড়ে রয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। রাস্তার উপরিভাগ ফেটে গিয়ে এমনভাবে উঁচু হয়ে উঠেছে যে দেখে মনে হয় টিউমারের মতো ফুলে আছে। এসব জায়গা দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও চালকদের ভাষ্যমতে, ভূরঘাটা থেকে শুরু করে উত্তরে ইল্লা, বার্থী, টরকী, গৌরনদী, বাটাজোরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে খানাখন্দ সৃষ্টি হয়েছে।

১১ জুলাই শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে টরকী বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, একটি বড় গর্তের পাশে বাঁশ পুঁতে রাখা হয়েছে।

পিকআপ চালক সুজন ফকির জানান, বাঁশ দিয়ে চিহ্নিত করা হয়েছে যেন কেউ ভুল করে গর্তে চাকা না নামিয়ে দেয়। এটা না থাকলে রাত-বিরাতে সহজেই বড় দুর্ঘটনা ঘটতে পারত।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো কর্মকর্তা ফোন ধরেননি, ফলে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়