শিরোনাম
◈ ডেঙ্গু ঝুঁকিতে কুমিল্লার ছিন্নমূল মানুষেরা, দেখার কেউ নেই ◈ জনবল ও অর্থ সংকটে ধুঁকছে কুমিল্লার ময়নামতি রেশমকেন্দ্র ◈ নির্বাচনের আগে যে কোনো মূল্যে পরিস্থিতি স্বাভাবিক করা হবে: উপ-প্রেস সচিব ◈ রাষ্ট্র সংস্কারে ঐকমত্য কতদূর? নানা প্রশ্ন ◈ ২ নেতাকে বহিষ্কার করেছে যুবদল, পুলিশ বলছে ‘আসামিদের পরিচয় মেলেনি’: সোহাগ হত্যাকাণ্ড ◈ পুরোনো রাজনীতিতে ফেরা অতটা সহজ হবে না: নাহিদ ইসলাম ◈ দোয়ারায় বিএসএফের গুলিতে ১জন নিহত ◈ সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া, গণতন্ত্রের বিকল্প নেই: রাজশাহীতে ড. মঈন খান" ◈ কালীগঞ্জে বিদেশী পিস্তল সহ একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ঘ্যানা গ্রেফতার ◈ আজও বিদ্যুৎবিহীন জীবন: নিম্নমানের সোলারে বিপাকে কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলের মানুষ

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৫, ১২:২৪ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২৫, ০৮:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা

মাহবুব সৈয়দ,পলাশ (নরসিংদী)প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল বাজারসহ আশ-পাশের বাজার গুলিতে হঠাৎ করেই কাঁচামরিচের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে।আজ শনিবার সকালে উপজেলার ঘোড়াশাল বাজারে কেজি প্রতি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০০ টাকা। একদিন আগেও এই কাঁচামরিচ বিক্রি হয়েছে ২০০ টাকা।

ক্রেতারা বলছেন, কয়েকদিন আগেও যেখানে কাঁচামরিচের কেজি ছিল ৮০ থেকে ১০০ টাকার মধ্যে, সেখানে এখন ৬০০ টাকা দামে কিনতে হচ্ছে। এতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ চরম বিপাকে পড়েছেন।

ঘোড়াশাল বাজারের ব্যবসায়ী সোহেল মিয়া জানান, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের উৎপাদন ব্যাহত হওয়ায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এছাড়াও বৃষ্টিতে কাঁচা মরিচের গাছ মরে যাওয়ায় তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। 

বাজারের ক্রেতা ইয়াবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, বৃষ্টির অজুহাত দেখিয়ে এভাবে কাঁচামরিচের দাম আকাশচুম্বী করাটা ব্যবসায়ীদর যুক্তিসঙ্গত কারণ হতে পারে না। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিয়েছেন বলেও তিনি জানান।

এদিকে সরকারিভাবে বাজার মনিটরিং ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী অন্য ক্রেতারাও। তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম যদি এভাবে বাড়তে থাকে, তবে সাধারণ মানুষের রান্নাঘরে আগুন লেগে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়