শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫, ১২:২১ রাত
আপডেট : ০৯ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই আন্দোলনের ১১ মাস পর দাউদকান্দিতে আবারও হত্যা মামলা

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা :  বৈষম্যবিরোধী আন্দোলনের ১১ মাস পর আবার একটি হত্যা দায়ের করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে সুলতান মিয়া নামের এক অটোরিকশা চালক পতিত সরকারের নেতা-কর্মীদের উপজেলার গৌরীপুরে সংঘর্ষে নিহত হয়। নিহত হওয়ার ১১ মাস পর মামলা হওয়ায় এ নিয়ে কৌতূহল বেড়েছে।

নিহতদের স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে গেল মাসের ৩০ জুন একটি মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী।

জানা যায়, নিহত সুলতান মিয়া পার্শ্ববর্তী তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের বাসিন্দা। তিনি গেল বছরের ৫ আগষ্ট গৌরীপুরে ছাত্র-জনতার মিছিলে যোগ দেয়। ঐদিন পতিত সরকারের নেতা-কর্মীদের হাতে গুলিবিদ্ধ হন তিনি। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার ১১ মাস পর নিহতদের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) এর সাবেক সংসদসদস্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে প্রধান আসামী করা হয়। এজহারনানীয় আসামী করা হয় ৩৮ জনকে। অজ্ঞাত আসামী করা হয় আরও ১০০/১৫০ জনকে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান,"  বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সুলতান মিয়ার স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করলে তা মামলা হিসেবে রজু করা হয়। বিষয়টি তদন্তাধীন।"

উল্লেখ্য,২৪ জু্লাই-আগষ্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের ঘটনায় দুটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলা হয়েছিল দাউদকান্দি মডেল থানায় । এই তিন মামলায় জড়িত থাকার ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়