শিরোনাম
◈ এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন আজ থেকে শুরু, যেভাবে করবেন ◈ `মব ভায়োলেন্স' থামানো যাচ্ছে না কেন ◈ বাংলা‌দেশ যুবদল গে‌লো দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ◈ ভূমধ্যসাগর পেরিয়ে আসা অভিবাসীদের আশ্রয় প্রক্রিয়া তিন মাসের জন্য স্থগিত করলো গ্রিস ◈ ভারতীয় কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে গুলি ◈ বাংলাদেশ সফর স্থগিত করায় শ্রীলঙ্কার কাছ থেকে সিরিজ খেলার প্রস্তাব পেলো ভারত ◈ সাকিব আল হাসা‌নের অলরাউন্ড পারফর‌মে‌ন্সে দুবাইয়ের দাপুটে জয় ◈ ১১ মাস ধরে বন্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য বৈঠক, বেনাপোলে বাণিজ্যে স্থবিরতা ◈ জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের আদেশ সারা দেশে স্থগিত করলেন মার্কিন ফেডারেল বিচারক ◈ ১০০ বছর বয়সেও কর্মচঞ্চল মাহাথির: দীর্ঘায়ুর ৬টি অভ্যাস জানালেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫, ০৮:২২ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্তে আবারও ছয়জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৫ জুলাই) ভোররাত ৪টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। এরপর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪২ ব্যাটালিয়নের টহল দল তাদের আটক করে।

বিজিবি জানায়, পীরগঞ্জ উপজেলার বৈরচুনা বিওপির দায়িত্বাধীন ৩৩৬/৬-এস সীমানা পিলার বরাবর ভারতের অভ্যন্তর থেকে ছয়জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়। ঘটনাস্থলে দায়িত্বরত বিজিবির সদস্যরা তাদের শনাক্ত করে আটক করে।

আটককৃতরা হলেন—নড়াইল জেলার কালিয়া থানার কালডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে সজীব হোসেন (৩০), তার স্ত্রী খাদিজা খাতুন (৩০), সন্তান ইয়ানুর ইসলাম (৮) ও সাদিয়া খাতুন (১); একই উপজেলার সাতবাড়িয়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে ইকরাম মোল্লা (৩১) এবং তার স্ত্রী কহিনুর বেগম (৩০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, প্রায় এক বছর আগে দালালের সহায়তায় কাজের খোঁজে ভারতের মুম্বাই যান। সেখানে কিছুদিন বসবাসের পর আট থেকে দশ দিন আগে মুম্বাই পুলিশ তাদের আটক করে সীমান্তে পাঠায়। গত ৪ জুলাই রাতে বিএসএফ তাদের বাংলাদেশে পুশ ইন করে।

৪২ বিজিবি জানায়, আটক ব্যক্তিদের পরিচয় যাচাইয়ে জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদ সংগ্রহ করা হয়েছে। এসব নথির ভিত্তিতে তাদের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত হওয়ায় আইনানুগ প্রক্রিয়ায় তাদের পীরগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

ঘটনার পর বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠকও অনুষ্ঠিত হয়।

৪২ বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়