শিরোনাম
◈ গভীর ঘু‌মে যখন নগরবাসী তখন সংবর্ধনা পে‌লেন আফঈদা-ঋতুপর্ণারা ◈ নারী এশিয়ান কাপে ১১ দলই চূড়ান্ত, ফিফা র‌্যাঙ্কিংয়ে সবাই বাংলাদেশের উপ‌রে ◈ চী‌নে এশিয়া কাপ হ‌কি‌তে বাংলা‌দে‌শের হ্যাটট্রিক জয়  ◈ তিন নম্বর সতর্ক সংকেতে সুন্দরবনের খালে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার ◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫, ০৮:০৯ রাত
আপডেট : ০৭ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফকিরহাটে হ্যামকো কারখানায় দুর্ধর্ষ ডাকাতি: কোটি টাকার কাঁচামাল লুট

মুখোশধারী ডাকাতরা ৮ ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে নিয়ে গেল ১৫ টন অ্যালুমিনিয়াম ও অন্যান্য কাঁচামাল

মো: সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আওতাধীন "এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজ" নামের একটি কারখানায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ জুলাই) রাত ৮টার দিকে টাউন-নওয়াপাড়া মহাসড়কের পাশে অবস্থিত কারখানাটিতে মুখোশধারী ১৫ থেকে ২০ জনের একটি ডাকাতদল হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, ডাকাতদল অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীসহ ১১ জনকে (৭ জন প্রহরী ও ৪ জন শ্রমিক) জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা গুদামে ঢুকে প্রায় ১৫ টন অ্যালুমিনিয়াম বার, ২.৫ টন তামার তার এবং ১ টন বৈদ্যুতিক তার দুটি ট্রাকে লোড করে নিয়ে যায়। এসব কাঁচামাল কারখানার উৎপাদন প্রক্রিয়ার জন্য সংরক্ষিত ছিল, যার আনুমানিক মূল্য কোটি টাকার বেশি।

হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান জানান, ডাকাতদল রাত ৮টার দিকে কারখানায় ঢুকে প্রায় ৮ ঘণ্টা ভেতরে অবস্থান করে এবং ভোর ৪টার দিকে ট্রাক ভর্তি মালামাল নিয়ে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে শনিবার (৫ জুলাই) ভোর ৫টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম ও ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, "ঘটনার তদন্ত চলছে। ডাকাতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। ভুক্তভোগী কর্তৃপক্ষ মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়