শিরোনাম
◈ হত্যার পর স্ত্রীকে ১১ টুকরো করতে দেখার বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী (ভিডিও) ◈ আপনার ইংরোজ দারুণ, লাইবেরিয়ার প্রেসিডেন্টের ইংরেজি শুনে চমকে গেলেন ট্রাম্প (ভিডিও) ◈ আদালতে মেহরীনের বক্তব্যের সময় মাথা নিচু মায়ের, অপলক দৃষ্টিতে তাকিয়ে বাবা (ভিডিওি) ◈ দুর্নীতির মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাত গ্রেপ্তার ◈ টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২১, এখনো নিখোঁজ ১৬০ ◈ এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন আজ থেকে শুরু, যেভাবে করবেন ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে ◈ `মব ভায়োলেন্স' থামানো যাচ্ছে না কেন ◈ বাংলা‌দেশ যুবদল গে‌লো দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ◈ ভূমধ্যসাগর পেরিয়ে আসা অভিবাসীদের আশ্রয় প্রক্রিয়া তিন মাসের জন্য স্থগিত করলো গ্রিস

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫, ০৮:০৯ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফকিরহাটে হ্যামকো কারখানায় দুর্ধর্ষ ডাকাতি: কোটি টাকার কাঁচামাল লুট

মুখোশধারী ডাকাতরা ৮ ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে নিয়ে গেল ১৫ টন অ্যালুমিনিয়াম ও অন্যান্য কাঁচামাল

মো: সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আওতাধীন "এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজ" নামের একটি কারখানায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ জুলাই) রাত ৮টার দিকে টাউন-নওয়াপাড়া মহাসড়কের পাশে অবস্থিত কারখানাটিতে মুখোশধারী ১৫ থেকে ২০ জনের একটি ডাকাতদল হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, ডাকাতদল অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীসহ ১১ জনকে (৭ জন প্রহরী ও ৪ জন শ্রমিক) জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা গুদামে ঢুকে প্রায় ১৫ টন অ্যালুমিনিয়াম বার, ২.৫ টন তামার তার এবং ১ টন বৈদ্যুতিক তার দুটি ট্রাকে লোড করে নিয়ে যায়। এসব কাঁচামাল কারখানার উৎপাদন প্রক্রিয়ার জন্য সংরক্ষিত ছিল, যার আনুমানিক মূল্য কোটি টাকার বেশি।

হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান জানান, ডাকাতদল রাত ৮টার দিকে কারখানায় ঢুকে প্রায় ৮ ঘণ্টা ভেতরে অবস্থান করে এবং ভোর ৪টার দিকে ট্রাক ভর্তি মালামাল নিয়ে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে শনিবার (৫ জুলাই) ভোর ৫টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম ও ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, "ঘটনার তদন্ত চলছে। ডাকাতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। ভুক্তভোগী কর্তৃপক্ষ মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়