শিরোনাম
◈ গভীর ঘু‌মে যখন নগরবাসী তখন সংবর্ধনা পে‌লেন আফঈদা-ঋতুপর্ণারা ◈ নারী এশিয়ান কাপে ১১ দলই চূড়ান্ত, ফিফা র‌্যাঙ্কিংয়ে সবাই বাংলাদেশের উপ‌রে ◈ চী‌নে এশিয়া কাপ হ‌কি‌তে বাংলা‌দে‌শের হ্যাটট্রিক জয়  ◈ তিন নম্বর সতর্ক সংকেতে সুন্দরবনের খালে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার ◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫, ০৩:১৪ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে জুলাই আন্দোলনের তিনটি হত্যা মামলার চার্জশিট জমা, অভিযুক্ত ম্যাজিস্ট্রেট-চালকসহ ৪৯৬ জন

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি, শেরপুর: জুলাই গণ–অভ্যুত্থনের সময় শেরপুরে ছাত্র–জনতার আন্দোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি চাপা ও গুলিতে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছে পুলিশ। গত ১ জুলাই শেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এই অভিযোগপত্র দেওয়া হয়।

তদন্তে উঠে এসেছে, ২০২৪ সালের ৪ আগস্ট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম শাকিলের নির্দেশে চালক হারুনুর রশীদ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর জিপ গাড়ি চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই মাহবুব আলম ও শারদুল আশীষ সৌরভ নিহত হন। আরেকজন শিক্ষার্থী সবুজ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

তিনটি মামলায় মোট ৪৯৬ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ম্যাজিস্ট্রেট ও চালকের নাম রয়েছে। তদন্তে জিপচালক হারুনকে জানুয়ারিতে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ম্যাজিস্ট্রেটের নির্দেশেই গাড়ি চালানোর কথা স্বীকার করেছেন।

চার্জশিটভুক্ত ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম শাকিল বর্তমানে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত আছেন। বিষয়টি জানতে চাইলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান এবং পুলিশের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

এদিকে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন থানায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ১৩ আগস্ট থেকে একের পর এক মামলার সূত্র ধরে তদন্ত চলছে। এ পর্যন্ত রাজধানীসহ সারা দেশে ১,৭৯০টি মামলা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার সংখ্যা ২৫৩টি, যার মধ্যে ২১৩টি হত্যা মামলা। পাশাপাশি সাবেক ও বর্তমান মিলিয়ে ৯৫২ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। শুধু সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদের বিরুদ্ধে মামলা হয়েছে ১৭১টি।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “চার্জশিটের আগে আমরা নিশ্চিত হতে চাই যেন নিরপরাধ কেউ হয়রানির শিকার না হন।” স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিও তদন্ত কর্মকর্তাদের নিরপেক্ষতা ও সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।

জুলাই অভ্যুত্থন–পরবর্তী মামলাগুলোর তদন্তে বিশেষ গুরুত্ব দিয়ে ধাপে ধাপে আদালতে প্রতিবেদন দেওয়া হচ্ছে বলে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়