শিরোনাম
◈ হত্যার পর স্ত্রীকে ১১ টুকরো করতে দেখার বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী (ভিডিও) ◈ আপনার ইংরোজ দারুণ, লাইবেরিয়ার প্রেসিডেন্টের ইংরেজি শুনে চমকে গেলেন ট্রাম্প (ভিডিও) ◈ আদালতে মেহরীনের বক্তব্যের সময় মাথা নিচু মায়ের, অপলক দৃষ্টিতে তাকিয়ে বাবা (ভিডিওি) ◈ দুর্নীতির মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাত গ্রেপ্তার ◈ টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২১, এখনো নিখোঁজ ১৬০ ◈ এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন আজ থেকে শুরু, যেভাবে করবেন ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে ◈ `মব ভায়োলেন্স' থামানো যাচ্ছে না কেন ◈ বাংলা‌দেশ যুবদল গে‌লো দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ◈ ভূমধ্যসাগর পেরিয়ে আসা অভিবাসীদের আশ্রয় প্রক্রিয়া তিন মাসের জন্য স্থগিত করলো গ্রিস

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫, ১১:৪৮ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়াবা ও ক্রিস্টাল আইসসহ কুয়াকাটায় চার যুবক আটক

নিনা আফরিন ,পটুয়াখালী : পটুয়াখালীর কুয়াকাটায় ইয়াবা এবং ইয়াবা তৈরির সরঞ্জাম ক্রিস্টাল আইসসহ চার যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে কুয়াকাটা প্রেসক্লাবের হল রুমে এক প্রেস ব্রিফিংয়ে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হামিমুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন: রাসেল মল্লিক (৩২), পিতা: মতিন মল্লিক; আব্দুর রহমান (৩০), পিতা: নুরুল হক; রাকিব (২৯); এবং মেহেদী হাসান (২৫)। তারা প্রত্যেকেই মহিপুর থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। আটককৃতদের মধ্যে রাকিব কুয়াকাটার একটি আবাসিক হোটেলের বয় হিসেবে কাজ করত।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। অভিযানে ৭৩ পিস ইয়াবা এবং ৮ গ্রাম ইয়াবার কাঁচামাল ক্রিস্টাল আইস উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার যুবককে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ বিশ হাজার টাকা। এ ঘটনায় মহিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটায় এই চক্রটি পর্যটকদের টার্গেট করে বিভিন্ন সময় মাদক সরবরাহ করত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়