শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫, ১১:৩৮ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: মাত্র দেড় মাস আগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ পিরোজপুর থেকে নওয়াপাড়া বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক মহাসড়কের দুই পাশ থেকে সহস্রাধিক কাঁচা-পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল। অভিযানের পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল—সড়কে শৃঙ্খলা ফিরবে, যানজট কমবে। কিন্তু মাত্র ৪৫ দিনের ব্যবধানে সেই স্বস্তি মিলিয়ে গেছে। উচ্ছেদকৃত স্থানগুলোতে আবারও গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা, সৃষ্টি হয়েছে আগের মতোই বিশৃঙ্খলা।

রাতের আঁধারে স্থাপনা গড়ে তোলা, দিনের আলোয় কাঠামো দাঁড়িয়ে যায়
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাব এবং প্রভাবশালী নেতাদের ছত্রচ্ছায়ায় পুনরায় স্থাপনা গড়ে ওঠার প্রবণতা বাড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “ভেবেছিলাম এবার সড়ক প্রশস্ত থাকবে, যানজট কমবে। কিন্তু কয়েকদিনের মধ্যেই আবার দোকান উঠতে শুরু করেছে। রাতের অন্ধকারে নির্মাণ চলে, সকাল হলে দেখা যায় দোকান তৈরি।”

আরেক ভুক্তভোগী বলেন, “সওজ একবার অভিযান চালিয়ে চলে যায়, এরপর আর কোনো ফলোআপ থাকে না। স্থানীয় অসাধু চক্র ও নেতাদের মদদে এসব দোকানপাট ফের বসানো হচ্ছে। সাধারণ মানুষ প্রতিবাদ করতে গেলেই উল্টো বিপদে পড়ে।”

দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, সংকুচিত হচ্ছে রাস্তা
স্থানীয় বাসিন্দা ইমন বলেন, “আমরা ভেবেছিলাম এবার গাড়ি চলাচলে সুবিধা হবে, কিন্তু পরিস্থিতি আগের মতোই হয়ে গেছে।”

শাহীন হাওলাদার বলেন, “একটি সড়ক দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবনই নয়, পুরো একটি পরিবারকে নিঃস্ব করে দিতে পারে। সড়কের দুই পাশে যেভাবে অবৈধ স্থাপনা গড়ে উঠছে, তাতে দুর্ঘটনার ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। পার্কিংয়ের জায়গা নেই, গাড়ি চলাচলে সমস্যা, আর এসবের মূলে রয়েছে অব্যবস্থাপনা ও অবৈধ দখল।”

সওজের অবস্থান ও করণীয়
সড়ক ও জনপথ বিভাগের বাগেরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, “নওয়াপাড়া থেকে পিরোজপুর পর্যন্ত সড়কের দুই পাশে যেসব অবৈধ স্থাপনা ছিল, আমরা সেগুলো উচ্ছেদ করেছি। কেউ পুনরায় স্থাপনা গড়ে তুললে আমাদের নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে—আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে।”

তিনি আরও বলেন, “আমাদের সাব-ডিভিশন ইঞ্জিনিয়ার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টরা নিয়মিত তদারকি করছেন। তবে শুধু সওজ নয়, এই সমস্যার সমাধানে প্রশাসন, পুলিশ এবং জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একাধিকবার উচ্ছেদ করা হলে হয়তো দখলদাররা নিরুৎসাহিত হবে। সবচেয়ে জরুরি হলো সামাজিক সচেতনতা ও ধারাবাহিক নজরদারি।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়