শিরোনাম
◈ আপনার ইংরোজ দারুণ, লাইবেরিয়ার প্রেসিডেন্টের ইংরেজি শুনে চমকে গেলেন ট্রাম্প (ভিডিও) ◈ আদালতে মেহরীনের বক্তব্যের সময় মাথা নিচু মায়ের, অপলক দৃষ্টিতে তাকিয়ে বাবা (ভিডিওি) ◈ দুর্নীতির মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাত গ্রেপ্তার ◈ টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২১, এখনো নিখোঁজ ১৬০ ◈ এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন আজ থেকে শুরু, যেভাবে করবেন ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে ◈ `মব ভায়োলেন্স' থামানো যাচ্ছে না কেন ◈ বাংলা‌দেশ যুবদল গে‌লো দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ◈ ভূমধ্যসাগর পেরিয়ে আসা অভিবাসীদের আশ্রয় প্রক্রিয়া তিন মাসের জন্য স্থগিত করলো গ্রিস ◈ ভারতীয় কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে গুলি

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৫, ০৮:৪৬ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে পুলিশের অভিযানে ৮ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি সাতক্ষীরা জেলার শেখ সাইফুর রহমান (৪৪)। তিনি শ্যামনগর থানার ভুরুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাজাট, অনন্তপুর এলাকার মৃত আহদুল্লা ও মৃত আমেনা বেগমের ছেলে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশের একটি দল থানার প্রধান গেটসংলগ্ন প্রধান সড়কের ওপর চেকপোস্ট বসায়। পুলিশের এই চেকপোস্ট পরিচালনা করেন থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার।

চেকপোস্টে কক্সবাজারের দিক থেকে আসা একটি মোটরসাইকেল থামিয়ে দেহ তল্লাশি চালানো হয়। এতে শেখ সাইফুর রহমানের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সম্প্রতি বাঁশখালীর প্রধান সড়ক ব্যবহার করে কক্সবাজার থেকে ইয়াবা পাচারের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। পুলিশ একাধিক অভিযানে মোটরসাইকেল ও প্রাইভেট কার তল্লাশি করে ইয়াবা উদ্ধার করেছে। স্থানীয় সচেতন মহল মাদক পাচার রোধে সড়কের গুরুত্বপূর্ণ স্থানে স্থায়ী পুলিশ চৌকি বা ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন।

তাঁরা আশঙ্কা প্রকাশ করেন, এমন নজরদারি অব্যাহত না থাকলে মাদক দ্রব্য ছড়িয়ে পড়বে সর্বত্র। এ ছাড়া অভিযোগ রয়েছে, মাদকসহ গ্রেফতার হলেও সাক্ষীর অভাবে আসামিরা দ্রুত জামিনে মুক্তি পায় এবং পুনরায় মাদক পাচারে জড়িয়ে পড়ে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। চেকপোস্ট বসিয়ে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়