শিরোনাম
◈ নারী ফুটবল দল রাত দেড়টায় ঢাকায় ফির‌বে, বাফু‌ফে সংবর্ধনা দে‌বে রাত আড়াইটায়   ◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৫, ০৮:৪৬ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে পুলিশের অভিযানে ৮ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি সাতক্ষীরা জেলার শেখ সাইফুর রহমান (৪৪)। তিনি শ্যামনগর থানার ভুরুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাজাট, অনন্তপুর এলাকার মৃত আহদুল্লা ও মৃত আমেনা বেগমের ছেলে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশের একটি দল থানার প্রধান গেটসংলগ্ন প্রধান সড়কের ওপর চেকপোস্ট বসায়। পুলিশের এই চেকপোস্ট পরিচালনা করেন থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার।

চেকপোস্টে কক্সবাজারের দিক থেকে আসা একটি মোটরসাইকেল থামিয়ে দেহ তল্লাশি চালানো হয়। এতে শেখ সাইফুর রহমানের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সম্প্রতি বাঁশখালীর প্রধান সড়ক ব্যবহার করে কক্সবাজার থেকে ইয়াবা পাচারের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। পুলিশ একাধিক অভিযানে মোটরসাইকেল ও প্রাইভেট কার তল্লাশি করে ইয়াবা উদ্ধার করেছে। স্থানীয় সচেতন মহল মাদক পাচার রোধে সড়কের গুরুত্বপূর্ণ স্থানে স্থায়ী পুলিশ চৌকি বা ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন।

তাঁরা আশঙ্কা প্রকাশ করেন, এমন নজরদারি অব্যাহত না থাকলে মাদক দ্রব্য ছড়িয়ে পড়বে সর্বত্র। এ ছাড়া অভিযোগ রয়েছে, মাদকসহ গ্রেফতার হলেও সাক্ষীর অভাবে আসামিরা দ্রুত জামিনে মুক্তি পায় এবং পুনরায় মাদক পাচারে জড়িয়ে পড়ে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। চেকপোস্ট বসিয়ে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়