শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৫, ০১:১৭ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত

ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবিতে স্বামীকে বেঁধে রাতভর নির্যাতন চালিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় প্রধান আসামি মো. আলাউদ্দিন ও ২ নম্বর আসামি মো. ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার প্রধান আসামিকে বোরহানউদ্দিন উপজেলা থেকে এবং ২ নম্বর আসামিকে অনেক দূর থেকে গ্রেপ্তার করে পুলিশের হেফাজতে আনা হচ্ছে। এ বিষয়ে ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

গ্রেপ্তার ফরিদ উদ্দিন তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও আলাউদ্দিন তজুমদ্দিন উপজেলা বাস্তুহারা দলের সভাপতি। তাঁদের দুজনকেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান আজকের পত্রিকাকে বলেন, গতকাল গভীর রাতে বোরহানউদ্দিন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের তেঁতুলিয়া নদী দিয়ে সীমানা পেরিয়ে ভোলা জেলা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন প্রধান আসামি ফরিদ উদ্দিন। এমন সংবাদ পেয়ে তজুমদ্দিন থানার পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

মহব্বত খান আরও বলেন, এর আগে দলবদ্ধ ধর্ষণের ঘটনার নেপথ্যে থাকা সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হলো।

এদিকে, তজুমদ্দিনে চাঁদার দাবিতে স্বামীকে বেঁধে রাতভর নির্যাতন চালিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তজুমদ্দিন উপজেলা বাস্তুহারা দলের সভাপতির পদ থেকে মো. আলাউদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের ভোলা জেলা শাখার সভাপতি মো. শাবু হাওলাদার ও সদস্যসচিব মো. জসিম ডাওরি স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তির যে কোনো অপরাধের দায় দল নেবে না। দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক কোনো যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে একই অভিযোগে তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল ও যুগ্ম আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সজীবকে দল থেকে বহিষ্কার করা হয়।

সম্প্রতি তজুমদ্দিন উপজেলায় বাস্তুহারা দলের সভাপতি মো. আলাউদ্দিন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল ও যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সজীবসহ সংঘবদ্ধ একটি দল এক যুবককে চাঁদার দাবিতে রাতভর বেঁধে নির্যাতন চালিয়ে স্ত্রীকে গণধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তজুমদ্দিন থানায় মামলা হয়।

দলবদ্ধ ধর্ষণকাণ্ডের প্রতিবাদে ও ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার বিকেলে ভোলার হাটখোলা জামে মসজিদের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ডেকেছে ইসলামী আন্দোলন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়