শিরোনাম
◈ গভীর ঘু‌মে যখন নগরবাসী তখন সংবর্ধনা পে‌লেন আফঈদা-ঋতুপর্ণারা ◈ নারী এশিয়ান কাপে ১১ দলই চূড়ান্ত, ফিফা র‌্যাঙ্কিংয়ে সবাই বাংলাদেশের উপ‌রে ◈ চী‌নে এশিয়া কাপ হ‌কি‌তে বাংলা‌দে‌শের হ্যাটট্রিক জয়  ◈ তিন নম্বর সতর্ক সংকেতে সুন্দরবনের খালে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার ◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৫, ০৯:৪৮ রাত
আপডেট : ০৭ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইলিশের মূল্য নির্ধারণে প্রধান উপদেষ্টার সম্মতি

মিজান লিটন, চাঁদপুর : চাঁদপুরসহ দেশের উপকূলবর্তী বিভিন্ন জেলায় ইলিশের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে আনতে মূল্য নির্ধারণের প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের প্রস্তাবের প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছেছে মঙ্গলবার (১ জুলাই) রাতে।

মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ শাখার স্মারক অনুযায়ী, গত ২৬ জুন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চাঁদপুরের জেলা প্রশাসক এবং মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব বরাবর প্রেরিত চিঠিতে প্রধান উপদেষ্টার সম্মতির বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়, “চাঁদপুরের ইলিশের সুস্বাদ্য ও জনপ্রিয়তার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী ও আড়তদার ইচ্ছেমতো দাম নির্ধারণ করছেন, যা সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে।”

চিঠিতে আরও উল্লেখ করা হয়, “ইলিশ শুধু চাঁদপুরেই নয়, বরিশাল, ভোলা, পটুয়াখালী, কক্সবাজার, চট্টগ্রামসহ উপকূলবর্তী বিভিন্ন জেলায় ধরা পড়ে। তাই শুধুমাত্র চাঁদপুর জেলা প্রশাসনের একক মূল্য নির্ধারণ কার্যকর হবে না।”

এছাড়া বলা হয়, “ইলিশ একটি প্রাকৃতিক সম্পদ হওয়ায় উৎপাদনে জেলেদের المب 직접 খরচ না থাকলেও বাজারে তা সিন্ডিকেটের মাধ্যমে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। সঠিক মূল্য নির্ধারণের মাধ্যমে এই সিন্ডিকেট ভাঙা সম্ভব।”

চিঠিতে প্রস্তাব দেওয়া হয়েছে, ইলিশ আহরণ, পরিবহন ও অন্যান্য খরচ বিবেচনায় নিয়ে জাতীয় পর্যায়ে ইলিশের যৌক্তিক মূল্য নির্ধারণ করা হোক। এই প্রস্তাবে প্রধান উপদেষ্টা সম্মতি দেওয়ায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “দেশের ১০-১২টি জেলায় ইলিশ ধরা পড়ে ও বিক্রি হয়। আমরা চাই, জনগণের নাগালের মধ্যে থেকে ন্যায্য দামে ইলিশ বিক্রি নিশ্চিত হোক। যাতে করে কোনো সিন্ডিকেট ইলিশের বাজার নিয়ন্ত্রণ করতে না পারে।”

তিনি আরও বলেন, “মূল্য নির্ধারণে স্থানীয়দের মতামত গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়া হবে।”

এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ যেমন স্বস্তি পাবে, তেমনি জেলেরা ন্যায্য দামে ইলিশ বিক্রি করতে পারবেন—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়