শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ২৯ জুন, ২০২৫, ১২:১৮ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের ‘শেষ ঠিকানার কারিগর’ গোরখোদক মনু মিয়া আর নেই

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা, নিঃস্বার্থ গোরখোদক মো. মনু মিয়া (৬৭) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জীবনের প্রায় অর্ধশতাব্দী সময় ধরে মনু মিয়া কবর খননের মতো পবিত্র কাজে নিজেকে নিঃস্বার্থভাবে উৎসর্গ করেছিলেন। পারিশ্রমিক না নিয়ে তিনি কবর খুঁড়েছেন তিন হাজারের বেশি মানুষের জন্য। এই কাজের জন্য নিজে একটি ঘোড়া কিনে নিয়েছিলেন—এক ডাকেই ঘোড়ার পিঠে চড়ে ছুটে যেতেন মৃতের বাড়িতে।

ঘোড়াটি ছিল তাঁর একমাত্র সহচর। ঘোড়ার মৃত্যুর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়েন বলে জানান স্থানীয়রা। শেষ পর্যন্ত সেই শক্ত-মানুষটিও থেমে গেলেন জীবনের ক্লান্ত সফরে।

মনু মিয়ার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, “তিনি শুধু একজন গোরখোদক নন, তিনি ছিলেন মানবিকতার প্রতীক। এমন মানুষ আমাদের সমাজে বিরল। তাঁর অভাব কখনও পূরণ হবে না।”

বিনিময়ে কিছু না চাওয়া, নীরবে মানুষের পাশে দাঁড়ানো—এই গুণেই তিনি হয়ে উঠেছিলেন ‘শেষ ঠিকানার কারিগর’। আজ তাঁর নিজের শেষ ঠিকানা হলো সেই মাটির বুকেই, যাকে সারা জীবন প্রস্তুত করেছেন অন্যদের জন্য।
তাঁর এই মহৎ কাজের কথা মানুষ মনে রাখবে অনেক দিন। মৃত্যুর পরও থেকে যাবেন মানুষের শ্রদ্ধা ও প্রার্থনায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়