শিরোনাম
◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের! তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ২৫ জুন, ২০২৫, ০৫:২০ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপপুর পারমাণবিক প্রকল্পে প্রথম ইউনিটের কন্টেইনমেন্টের নিরাপত্তা পরীক্ষায় সফলতা

ঈশ্বরদী (পাবনা) থেকে: পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কন্টেইনমেন্টের অভেদ্যতা ও দৃঢ়তা পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে প্রকল্পের নকশা অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তামান নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে
রাশিয়ার পরমাণু সংস্থা রোসাটম।

আজ বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোসাটম জানিয়েছে, ভবিষ্যৎ পরীক্ষাগুলো চলাকালে কিছু অনাকাঙ্ক্ষিত শব্দ হতে পারে। এতে জনসাধারণকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কন্টেইনমেন্ট হলো একটি অতি শক্তিশালী কাঠামো, যা প্রিস্ট্রেসড রিইনফোর্সড কংক্রিট দিয়ে নির্মিত। ভেতরে থাকে শক্ত ইস্পাতের আবরণ। এর নকশা এমনভাবে তৈরি, যাতে কোনো জরুরি পরিস্থিতিতে তেজস্ক্রিয় পদার্থ বাইরে ছড়িয়ে পড়তে না পারে। এই কাঠামো বড় ধরনের দুর্ঘটনা ও বাহ্যিক আঘাত ঠেকাতেও সক্ষম।

পরীক্ষার সময় নকশা অনুযায়ী কন্টেইনমেন্টের ভেতরের চাপ বাড়ানো হয় এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্প্রেসর ব্যবহার করে অভ্যন্তরীণ দৃঢ়তা ও গ্যাস আটকানোর সক্ষমতা যাচাই করা হয়। পরমাণু জ্বালানি সংযোগের আগে এই পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ, কারণ বিপর্যয়ের সময় কন্টেইনমেন্টই হয় শেষ সুরক্ষা স্তর।

রোসাটম জানিয়েছে, প্রথম ইউনিটে শিগগিরই কিছু ‘হট মিডিয়া টেস্ট’ চালানো হবে। এর আওতায় নির্ধারিত তাপমাত্রায় কুল্যান্ট সার্কিট উত্তপ্ত করা হবে এবং বাষ্প উৎপাদন করে বিভিন্ন নিরাপত্তা প্যারামিটার যাচাই করা হবে। পরীক্ষার সময় পূর্বনির্ধারিত কিছু শব্দ হতে পারে, তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুরো প্রক্রিয়াটি নিরাপদ এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই এগোচ্ছে কাজ।

রাশিয়ার অর্থনৈতিক ও কারিগরি সহায়তায় রূপপুরে নির্মাণাধীন এই প্রকল্পের দুটি ইউনিটই ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। প্রকল্পটি বাস্তবায়ন করছে রোসাটমের প্রকৌশল বিভাগ। এর মধ্যে প্রথম ইউনিটের কাজ প্রায় শেষের দিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়