শিরোনাম
◈ ছোট-খাটো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুৃলোকে বিভেদ সৃষ্টি না করার’ আহ্বান ◈ পূর্বে ছিলো ৫টি সংসদীয় আসন: গাজীপুরের প্রস্তাবিত ৬টি সংসদীয় আসনের এলাকা ◈ কুমিল্লা শিক্ষা বোর্ডে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংকট, এবার ৪৬৮ কলেজে খালি থাকবে দেড় লক্ষাধিক আসন ◈ চার খাতের সক্ষমতা বাড়াতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন ◈ ‎লালমনিরহাটে হঠাৎ বন্যা, কমতে শুরু করেছে তিস্তার পানি ◈ ভারতের ওপরে ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, দিলেন হুমকিও ◈ সাইবার হামলার ঝুঁকিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, জরুরি সতর্কতা বাংলাদেশ ব্যাংকের ◈ বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ ◈ সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান ◈ এমপিওভুক্ত পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর

প্রকাশিত : ১০ জুন, ২০২৫, ১১:৩৪ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে উৎমাছড়া থেকে বের করে দেয়া হলো পর্যটকদের

মদ্যপান ও অশ্লীল কার্যকলাপ করে এখানের পরিবেশ নষ্ট করবেন না: কওমি মাদরাসার শিক্ষক (ভিডিও)

সিলেটে ভ্রমণে আসা পর্যটকদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের বিরুদ্ধে। গতকাল রবিবার (৮ জুন) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের চরারবাজার এলাকার ‘উৎমাছড়া পর্যটনকেন্দ্রে এ ঘটনা ঘটে। পর্যটকদের বাধা দেওয়ার এক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ঈদের দ্বিতীয় দিন ঈদ আনন্দ উদযাপনে সিলেটের স্থানীয় ও সিলেটের বাহিরের বিভিন্ন এলাকার পর্যটকেরা ভ্রমণে এসে আনন্দ করছিলেন উৎমাছড়া পর্যটনকেন্দ্রে এ সময় স্থানীয় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা এসে তাদের বাধা দেন।

ভাইরাল ভিডিওতে বলতে শোনা যায়, এই এলাকার আলেম-ওলামা ও স্থানীয়রা সিদ্ধান্ত নিয়েছে উৎমাছড়াকে পর্যটন করা যাবে না। তাই আপনারা যারা এখানে এসেছেন দয়া করে এখান থেকে চলে যান। আপনারা এখানে থেকে এখানের পরিবেশ নষ্ট করবেন না। আপনাদের মতো অনেকেই এখানে এসে মদ্যপান করে অশ্লীল কার্যকলাপ করে, যার ফলে আমাদের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।

এই এলাকার পরিবেশ ঠিক রাখার জন্য আমরা এখানে পর্যটকদের আসতে নিরুৎসাহিত করছি আজকের পর আপনারা এখানে আর কোনদিন আসবেন না। 

ভিডিওতে আরো বলতে শোনা যায়, ঈদের আগের দিন উত্তর রণিখাই ইউনিয়নের উলামায়ে কেরাম মুরুব্বি ও যুব সমাজ সকলে মিলে সিদ্ধান্ত হয়েছে উৎমাছড়া এলাকায় পর্যটনের নামে কেউ আসতে পারবে না। 

ভিডিওতে যুব জমিয়ত কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি রুহুল আমিন সিরাজীকে বলতে শোনা যায়, আপনাদেরকে আমরা সম্মানের সাথে অনুরোধ করে বলছি আগামীতে কোনদিন আপনার এখানে আসবেন না এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন সবাইকে জানিয়ে দিবেন উৎমাছড়াকে পর্যটন হিসাবে বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।

এ বিষয়ে জানতে চাইলে জমিয়ত কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি রুহুল আমিন সিরাজী কালের কণ্ঠকে বলেন, পর্যটনের নামে কিছু মানুষ এখানে এসে মদ্যপানসহ অশ্লীল কার্যক্রম করে যার ফলে আমাদের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।

যুব সমাজ এসব কার্যক্রম দেখে বিপদমুখী হচ্ছে। এসব বিষয় বিবেচনা করে স্থানীয় আলেম-ওলামা মুরুব্বি ও যুবকদের নিয়ে ঈদের আগের দিন বসে মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে এই প্রজনন স্পটটিকে বন্ধ করে দেওয়া হবে। এই কারণেই আমরা রবিবার বিকালে পর্যটকদেরকে সম্মানের সাথে বুঝিয়ে বলেছি উৎমছড়ায় আর না আসতে। 

উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, ফেসবুকের মাধ্যমে এরকম একটি ঘটনার খবর আমি পেয়েছি। রবিবার বিকালে আমার ইউনিয়নের উৎমাছড়া এলাকায় ঘুরতে আসা পর্যটকদেরকে এলাকার পরিবেশ ঠিক রাখার স্বার্থে এখানে না আসার জন্য অনুরোধ করেছেন যুব জমিয়তের নেতৃবৃন্দ ও এলাকার কিছু যুব সমাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়