শিরোনাম
◈ বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নিক্কেই ফোরামে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে: সেনাপ্রধান ◈ বাংলাদেশ-ভারত বাণিজ্য: টানাপড়েনের মধ্যেও বহমান আন্তঃনির্ভরতা ◈ পলাতক আ.লীগের নেতাদের জমি বিক্রির হিড়িক: টাকা পাচার হচ্ছে দুবাই, কানাডা, ইউরোপে! ◈ সরকারের নতুন আয়কর প্রস্তাব: নতুনদের জন্য ছাড়, উচ্চ আয়ের জন্য কর হার বাড়ছে ◈ আমাদের সমুদ্র সোনার খনি:‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ◈ এ এক অন্য রকম আয়নাবাজী: ১২ বছর ধরে অন্যের নামে বাংলাদেশ ব্যাংকে চাকরি, অবশেষে ফাঁস হলো প্রতারণা ◈ পল্লী বিদ্যুতের চেয়ারম্যান অপসারণের আল্টিমেটাম ◈ অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীরা পেতে যাচ্ছেন সুখবর ◈ টেকনাফ স্থলবন্দরে অচলাবস্থা: কর না পেয়ে পণ্য আটকে দিচ্ছে আরাকান আর্মি

প্রকাশিত : ২৬ মে, ২০২৫, ০৮:২৭ রাত
আপডেট : ২৮ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলের তাসলিমাকে মাদক মামলায় ১০ বছরের  কারাদণ্ড

আইরিন হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের  বেনাপোল সীমান্তের বাসিন্দা  তাসলিমাকে ফেনসিডিল কারবারের অভিযোগে ১০ বছরের  কারাদন্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। সোমবার(২৬ মে) বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এই আদেশ দেয়।

সাজাপ্রাপ্ত তাসলিমা বেগম দৌলতপুর গ্রামের ইরাজুল ইসলাম ওরফে মিরাজুল ইসলামের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পিপি অ্যাডভোকেট আমিনুর রহমান।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২১ সালের ২৭ ডিসেম্বর বিকেলে খুলনা রাবের একটি টিম বেনাপোল গাতিপাড়া রোডের বড় আচড়ার জাহিদ ট্রেডার্স এর সামনে থেকে তসলিমা বেগমকে আটক করে। এ সময় তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৭৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় রাবের (rab) এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে আসামি তাসলিমা বেগমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এস আই রোকনুজ্জামান। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি তাসলিমা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ বিয়ে তোমাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়