শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানে চোখ হারানো ৪ তরুণের বিষপান; কারণ হিসাবে যা জানালো সহযোদ্ধারা ◈ বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালায় বড় সংশোধন আসছে ◈ অনলাইন জুয়ার বিরুদ্ধে অ্যাকশন শুরু, ব্যবস্থা নিচ্ছে সরকার ◈ গার্মেন্টস মালিকদের দুর্দশা দেখার কেউ নেই: অনন্ত জলিল (ভিডিও) ◈ নিষেধাজ্ঞা ও কলম বিরতির ফাঁদে বেনাপোল বন্দরের আমদানি, রফতানি, বানিজ্য ও রাজস্ব ঘাটতি বাড়ছে! ◈ বাংলাদেশের দুটি চিকেন নেক ভারতের চেয়েও স্পর্শকাতর— আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর কৌশলগত হুঁশিয়ারি ◈ জাতীয় স্বার্থবিরোধী কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না: মামুনুল হকের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টার আশ্বাস ◈ জাপান সফরে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস, ১ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা ও প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনা ◈ সরকারি চাকরি অধ্যাদেশ জারি, যে চার অপরাধে শাস্তি ◈ এমপি মনোনয়ন পেলেন আমীর হামজা

প্রকাশিত : ২৬ মে, ২০২৫, ০১:০৫ রাত
আপডেট : ২৬ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষেধাজ্ঞা ও কলম বিরতির ফাঁদে বেনাপোল বন্দরের আমদানি, রফতানি, বানিজ্য ও রাজস্ব ঘাটতি বাড়ছে!

আইরিন হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি: চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা। এতে, বেনাপোল কাস্টমস সদস্যরা কাজ না করায় বন্ধ রয়েছে বন্দর থেকে পণ্য খালাস।
রোববার(২৫ মে) সকাল থেকে আবারও কাস্টমস সদস্যরা কলম বিরতি শুরু করেছে বেনাপোল বন্দরে। এতে কোন রকমে আমদানি বানিজ্য চললেও বন্দর থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে।

একদিকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা অন্যদিকে এনবিআর সংস্কারের দাবিতে  এনবিআর সংস্কার পরিষদের একের পর এক নানান কর্মসুচীতে  অচলাবস্থার মধ্যে পড়েছে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে বানিজ্যিক কার্যক্রম। এতে সময় মত পণ্য খালাস নিতে না পারায় বিরুপ  প্রভাব পড়েছে রাজস্ব আয়েও। চলমান অচলাবস্থা কাটাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন বানিজ্যিক সংশিষ্টরা। 

বানিজ্যিক সংশিস্টরা জানান,যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারনে স্থলপথে সবচেয়ে বেশি বানিজ্য হয় বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে। তবে ০৫   আগষ্টের পর থেকে কখনো স্থলপথে পণ্য আমদানি,রফতানিতে নিষেধাজ্ঞা কখনো বিভিন্ন দাবিতে কাস্টমসের কর্মবিরতিতে  নানান প্রতিকুল অবস্থা মোকাবেলা করতে হচ্ছে ব্যবসায়ীদের। এতে গুরুত্বপূর্ন বন্দরটি দিয়ে বানিজ্য ও রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এনবিআর সংস্কারের দাবি নিয়ে এনবিআর সংস্কার পরিষদের নানান কর্মসুচীতে গত ১১ দিনে ৯ দিন কলম বিরতী পালন করেছে কাস্টমস সদস্যরা।

এসময় দিনের বড় একটি সময় বন্ধ হয়ে পড়ে আমদানি বাণিজ্য।  স্বাভাবিক সময়ে দিনে গড়ে ৫০০ ট্রাক পণ্য আমদানি ও ২৫০ ট্রাক পণ্য রফতানি হলেও সবশেষ গতকাল আমদানির পরিমান ছিল ২৫১ ট্রাক ও রফতানি হয়েছে মাত্র ১৩১ ট্রাক। এছাড়া রাজনৈতিক অস্থিরতায় পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় জরুরী পণ্য স্থল পথে আমদানি,রফতানি হচ্ছেনা। এদিকে কর্মবিরতীর সময় কাস্টমস রফতানি বানিজ্য  ও পাসপোর্টধারী যাতায়াত ব্যবস্থা সচল রাখছে। তবে আমদানি বন্ধ রাখায় রফতানি পণ্য নিতে চাইছেনা ভারতীয় ব্যবসায়ীরা।

বেনাপোল আমদানি,রফতানি সমিতির সভাপতি সহসভাপতি আমিনুল হক জানান, বৃহস্পতিবার কোন রকমে কাজ হলেও আবার ২৪ ও ২৫ মে এনবিআরের আওতাধীন কাস্টমস ভ্যাট অফিস,কাস্টমস সহ সংশিষ্ট কয়েকটি প্রতিষ্টানে কলম বিরতি হচ্ছে। এ অবস্থা চলতে থাকায় তারা চরম ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। সময় মত জরুরী পণ্য সরবরাহ করতে পারছেন না। বানিজ্যে অচলাবস্থা নিরসনে সরকারকে পদক্ষেপ নিতে অনুরোধ রাখছি।

বেনাপোল রেলওয়ে ষ্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, ভারত ও বাংলাদেশ স্থলপথে নানান নিষেধাজ্ঞায়  আমদানি কমেছে। এতে এবার রেলে রাজস্ব আয়ের লক্ষমাত্রা অর্জন কষ্ট হয়ে পড়বে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়নের কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ জানান,  এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের বিভিন্ন দাবি নিয়ে  ২২ মে   প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিপি প্রদান করেছে। আমরা আশা করছিলাম এ ধরনের পদক্ষেপে  চলমান অচলাবস্থা কাটতে পারে। কিন্তু কোন সমাধান হলোনা। 

বেনাপোল বন্দর উপ পরিচালক মামুন কবির তরফদার জানান, কাস্টমসের কর্মবিরতির কারনে স্বাভাবিক বানিজ্য ব্যহত হচ্ছে। এতে বানিজ্য ও রাজস্ব ঘাটতি শঙ্কা রয়েছে।

রাজস্ব আহরনকারী বেনাপোল সোনালি ব্যাংকের এজিএম জহির রায়হান জানান, একদিকে নিষেধাজ্ঞা অন্যদিকে কাস্টমসের করমবিরতির কারনে আশানুরোপ রাজস্ব আমরা আহরন করতে পারছিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়