মো.রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হলমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা উপজেলার দাদনচক এলাকার মৃত. মবিন উদ্দিন আহমেদ টুলু মিয়ার ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) এস এম সাকিল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় হলমোড় এলাকা থেকে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় গুম ও খুনের একটি হত্যা মামলা ছিল। সেই মামলা এজাহারভুক্ত আসামি ছিলেন তিনি। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে গোমস্তাপুরে একটি বাড়িতে চুরির অভিযোগে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. নাহিদকে আটক করেছে পুলিশ। রোববার সকালের দিকে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, চুরির ঘটনায় একজনকে আটক করে সাধারণ জনতা পুলিশে সোপর্দ করেছে। তাঁর বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে সে ছাত্রলীগ নেতা কি না আমার জানা নেই বলেও জানান ওসি।