শিরোনাম
◈ অনলাইন জুয়ার বিরুদ্ধে অ্যাকশন শুরু, ব্যবস্থা নিচ্ছে সরকার ◈ গার্মেন্টস মালিকদের দুর্দশা দেখার কেউ নেই: অনন্ত জলিল (ভিডিও) ◈ নিষেধাজ্ঞা ও কলম বিরতির ফাঁদে বেনাপোল বন্দরের আমদানি, রফতানি, বানিজ্য ও রাজস্ব ঘাটতি বাড়ছে! ◈ বাংলাদেশের দুটি চিকেন নেক ভারতের চেয়েও স্পর্শকাতর— আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর কৌশলগত হুঁশিয়ারি ◈ জাতীয় স্বার্থবিরোধী কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না: মামুনুল হকের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টার আশ্বাস ◈ জাপান সফরে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস, ১ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা ও প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনা ◈ সরকারি চাকরি অধ্যাদেশ জারি, যে চার অপরাধে শাস্তি ◈ এমপি মনোনয়ন পেলেন আমীর হামজা ◈ সুষ্ঠু নির্বাচন করতে না পারলে, আমি নিজেকে অপরাধী অনুভব করবো: প্রধান উপদেষ্টা  ◈ আমদানি-রপ্তানি বন্ধে বাণিজ্য, রাজস্ব আহরণে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা

প্রকাশিত : ২৫ মে, ২০২৫, ০৮:৪৬ রাত
আপডেট : ২৬ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুম-খুনের মামলায় আ.লীগ নেতা মুক্তা গ্রেপ্তার 

মো.রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হলমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা উপজেলার দাদনচক এলাকার মৃত. মবিন উদ্দিন আহমেদ টুলু মিয়ার ছেলে। 
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ  (ওসি তদন্ত) এস এম সাকিল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় হলমোড় এলাকা থেকে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় গুম ও খুনের একটি হত্যা মামলা ছিল। সেই মামলা এজাহারভুক্ত আসামি ছিলেন তিনি। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে গোমস্তাপুরে একটি বাড়িতে চুরির অভিযোগে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. নাহিদকে আটক করেছে পুলিশ। রোববার সকালের দিকে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান,  চুরির ঘটনায় একজনকে আটক করে সাধারণ জনতা পুলিশে সোপর্দ করেছে। তাঁর বিরুদ্ধে চুরির মামলা হয়েছে।  দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে সে ছাত্রলীগ নেতা কি না আমার জানা নেই বলেও জানান ওসি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়