মনিরুল ইসলাম: প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, করিডর, বন্দরসহ কোনও ক্ষেত্রেই দেশের স্বার্থবিরোধী কোনও পদক্ষেপ নেওয়া হবে না। হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান মামলাগুলো তিনি নিজেই তদারকি করবেন। নারী সংস্কার কমিশনের বিষয়ে আমাদের মতামতকেও তিনি ইতিবাচক হিসেবে গ্রহণ করেছেন। তিনি জানিয়েছেন, ইসলামবিরোধী কোনও ধারা থাকবে না।’
রোববার রাতে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মাওলানা মামুনুল হক এ কথা জানান।
তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২০২৬ সালের জুন মাসের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, এরপর আর একদিনও প্রধান উপদেষ্টার পদে থাকতে চান না।
মামুনুল হক বলেন, ‘প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সবার সহযোগিতা পেলে তিনি একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চান। আমরা নির্বাচন-কেন্দ্রিক সুনির্দিষ্ট রোডম্যাপের পাশাপাশি, নির্বাচনের আগে গণহত্যাকারীদের—বিশেষ করে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার অগ্রগতি ও কমপক্ষে দুই-চারটি মামলার রায় কার্যকর করার দাবি জানিয়েছি।’