শিরোনাম
◈ নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনূসের পদত্যাগের হুমকি: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ যমুনায় যাওয়ার সিদ্ধান্ত পরে জানাবে বিএনপি: সালাহউদ্দিন ◈ আন্দোলনের পর সেনানিবাসে আশ্রয়: ২৪ রাজনীতিবিদ কে কোথায় ◈ বৃক্ষমেলায় হঠাৎ ককটেল বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী ◈ আজ পৃথকভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে বসবে বিএনপি ও জামায়াত ◈ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ ​বাংলাদেশ-ভারত বাণিজ্য: প্রয়োজন বাণিজ্য কূটনীতি ◈ বেনাপোল বন্দর উদ্ভীদ সংগনিরোধ ভবনে ল্যাবে জনবল শুণ্য, পরীক্ষা কার্যক্রম বন্ধে ঝুকিতে কৃষিক্ষাত! ◈ জাতিসংঘের সতর্কবার্তা: বড় ধাক্কার মুখে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো ◈ আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে : নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৪ মে, ২০২৫, ০৩:০২ রাত
আপডেট : ২৪ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের প্রাইভেটকার থামিয়ে ছিনতাই, অতঃপর...

রাজশাহীতে এক পুলিশ সদস্যের প্রাইভেটকার থামিয়ে মুঠোফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জীবন ইসলাম (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এর আগে, বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় রাজশাহী নগরের চন্দ্রিমা থানার ললিতাহার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৫–এর একটি দল।

গ্রেপ্তারকৃত জীবনের বাড়ি রাজশাহীর শাহমখদুম থানার খিরশিন টিকর বাগানপাড়া এলাকায়। তার বাবার নাম দিরাজ আলী। 

এ ব্যাপারে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন জানান, ১৩ মে তার থানার সিটিহাট এলাকা দিয়ে প্রাইভেটকারে যাচ্ছিলেন মতিহার থানায় কর্মরত একজন পুলিশ সদস্য। গাড়িতে তার মামা, ভাগনে এবং মামাতো বোনও ছিলেন। এ সময় জীবনসহ কয়েকজন সিগন্যাল দিয়ে গাড়িটি থামান। এরপর গাড়িতে মেয়ে দেখে তাদের হেনস্তার চেষ্টা করেন। ভুক্তভোগী পুলিশ সদস্য পরিচয় দিলে তারা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। 

তিনি আরও জানান, এরপর গাড়িতে থাকা মেয়েটিকে শ্লীলতাহানি করা হয় এবং একটি মুঠোফোন ছিনিয়ে নেন তারা। এ সময় ৫০ হাজার টাকা চাঁদাও দাবি করা হয়। পরে মানিব্যাগে থাকা দুই হাজার টাকা কেড়ে নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় শাহমখদুম থানায় ভুক্তভোগী ব্যক্তিদের পক্ষ থেকে একটি মামলা করা হয়।

মাসুমা মোস্তারিন জানান, মামলার পরই সজীব নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি জীবন ও রাকিব নামে দুজনার নাম জানান। এর মধ্যে জীবনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই চক্রের প্রত্যেকের নামেই বেশ কয়েকটি করে চাঁদাবাজি, ছিনতাই ও মারামারির মামলা আছে জানিয়ে ওসি জানান, পলাতক রাকিবকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়