শিরোনাম
◈ নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনূসের পদত্যাগের হুমকি: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ যমুনায় যাওয়ার সিদ্ধান্ত পরে জানাবে বিএনপি: সালাহউদ্দিন ◈ আন্দোলনের পর সেনানিবাসে আশ্রয়: ২৪ রাজনীতিবিদ কে কোথায় ◈ বৃক্ষমেলায় হঠাৎ ককটেল বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী ◈ আজ পৃথকভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে বসবে বিএনপি ও জামায়াত ◈ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ ​বাংলাদেশ-ভারত বাণিজ্য: প্রয়োজন বাণিজ্য কূটনীতি ◈ বেনাপোল বন্দর উদ্ভীদ সংগনিরোধ ভবনে ল্যাবে জনবল শুণ্য, পরীক্ষা কার্যক্রম বন্ধে ঝুকিতে কৃষিক্ষাত! ◈ জাতিসংঘের সতর্কবার্তা: বড় ধাক্কার মুখে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো ◈ আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে : নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৪ মে, ২০২৫, ০২:৫২ রাত
আপডেট : ২৪ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীর্ষ সন্ত্রাসী ‘ঢাকাইয়া’ আকবরসহ ২ জন গুলিবিদ্ধ

চট্টগ্রামের পতেঙ্গায় শত শত দর্শনার্থীদের সামনে প্রকাশ্যে গুলিতে শীর্ষ সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’সহ দুইজন আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে পতেঙ্গা থানার সৈকতের পশ্চিম পয়েন্টে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুইজনের মধ্যে একজন হচ্ছেন- আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর। পুলিশ তাৎক্ষণিকভাবে আহত অপরজনের নাম জানাতে পারেনি।

গুলিবিদ্ধ আকবর নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী পূর্ব মসজিদ জব্বার সওদাগর বাড়ির মোহাম্মদ মঞ্জুরের ছেলে।

পুলিশের ধারণা, প্রতিপক্ষের লোকজন ‘ঢাকাইয়া আকবরকে’ লক্ষ্য করে গুলি করেছে। এই ঘটনায় সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধ ঢাকাই আকবরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় ঢাকাইয়া আকবর একজন নারী এবং অন্য চারজন ছেলে পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে যান। সৈকতের পশ্চিম পয়েন্টের ২৮ নম্বর দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেলে করে চারজন যুবক ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের মধ্যে একজন আকবর নামে ওই যুবককে লক্ষ্য লরে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এ সময় আকবর দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু তিনি তবুও গুলিবিদ্ধ হন।

আকবরের শরীরে ৪-৫ গুলি লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় পাশে আরও এক দর্শনার্থী গুলিবিদ্ধ হন। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তবে তিনি সৈকতে বেড়াতে গিয়েছিলেন এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিতে চাকরি করেন বলে পুলিশ নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কারাবন্দি ছোট সাজ্জাদ ও ঢাকাইয়া আকবর অপরাধ জগতে একজন আরেক জনের প্রতিদ্বন্দ্বী। একে অপরের সঙ্গে বিরোধ রয়েছে। ঢাকা থেকে পুলিশে দেওয়ার পেছনেও ঢাকাইয়া আকবরের হাত রয়েছে এমন ধারণা সাজ্জাদের। সেই ক্ষোভ থেকেই আকবরকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। যদিও পুলিশ এখনো হামলাকারী কারা সেই বিষয়ে স্পষ্ট করতে পারেনি।

পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম যুগান্তরকে জানান, রাতে হঠাৎ গোলাগুলির ঘটনা ঘটে। এতে আকবর নামে এক যুবক এবং একজন দর্শনার্থী গুলিবিদ্ধ হয়েছেন। আকবরের শরীরে কয়েকটি গুলি লেগেছে। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়