শিরোনাম
◈ ডিসেম্বরে জাতীয় নির্বাচন? সেনাপ্রধানের বার্তা ও রাজনৈতিক দলগুলোর চাপ বাড়ছে ◈ নতুন যুগে সাইবার আইন: বিতর্কিত ৯ ধারা বাদ দিয়ে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ জারি ◈ স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই হয়তো এ দেশের ভাগ্য: আসিফ মাহমুদ ◈ বিদ্যুৎ বিল বকেয়া: বাংলাদেশকে চাপ দিচ্ছে আদানি পাওয়ার ◈ জাতীয় ঐক্য রক্ষা নিয়ে মিজানুর রহমান আজহারির পোস্ট ◈ ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, লাশ নিয়ে পালাতে গিয়ে স্ত্রীসহ আটক (ভিডিও) ◈ অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম ◈ মুজিবের ছবি ছাড়াই নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক  ◈ বাংলাদেশের দুটি 'চিকেন নেক' কেটে দেব: আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ◈ হাজার হাজার ‘বাংলাদেশিকে’ ফেরত পাঠাতে চায় ভারত

প্রকাশিত : ২২ মে, ২০২৫, ০৩:০৫ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে চার মাদক কারবারী গ্রেপ্তার

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা : দাউদকান্দি পৌরসভায় যৌথবাহিনী ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে চার মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র জানায়,  পৌরসভার ৪নং ওয়ার্ড তুজারভাঙ্গা গ্রামের গোপন আস্তানায় মাদককারবারীরা মাদকসহ অবস্থান করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ মে) বিকাল ৪টায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাধিক ডিভিশন বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মডেল থানার সেকেন্ড অফিসার উপ- পরিদর্শক (এসআই) মোতাবিব্বর হোসেন।

এই অভিযানে দাউদকান্দি মডেল থানার একটি টিম অংশ নেয়। অভিযানকালে মাদককারবারীদের থেকে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য, মোবাইল ফোনসহ ৪০ টি সিমকার্ড ও ১০ টি মেমোরি কার্ড উদ্বার করেছে। গ্রেফতারকৃতরা হলো দোনারচর গ্রামের তাজুল ইসলামের ছেলে মহিউদ্দিন, একই গ্রামের কাউসার আহম্মদের ছেলে রবিন, তালতুলি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে জুয়েল খান ও তুজারভাঙ্গা গ্রামের জজ মিয়ার ছেলে কাউসার।

জানতে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান," যৌথবাহিনী চার আসামিকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুরে মাদক আইনে মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়