শিরোনাম
◈ জাতীয় ঐক্য রক্ষা নিয়ে মিজানুর রহমান আজহারির পোস্ট ◈ ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, লাশ নিয়ে পালাতে গিয়ে স্ত্রীসহ আটক (ভিডিও) ◈ অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম ◈ মুজিবের ছবি ছাড়াই নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক  ◈ বাংলাদেশের দুটি 'চিকেন নেক' কেটে দেব: আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ◈ হাজার হাজার ‘বাংলাদেশিকে’ ফেরত পাঠাতে চায় ভারত ◈ পররাষ্ট্র সচিব জসীমের বিদায়, রুটিন দায়িত্বে রুহুল আলম ◈ আসিফ-মাহফুজকে নিয়ে যা বললেন নুর ◈ তোমরা সংযত হও, নাহলে আমি পদত্যাগ করবো, বলেছেন প্রফেসর ইউনূস ইতিমধ্যেই ◈ জুলাই অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় ৬২৬ জনের তালিকা দিল সেনাবাহিনী, যাদের নাম আছে

প্রকাশিত : ২২ মে, ২০২৫, ১১:২৭ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে কাস্টমসে আবারো কলম বিরতিতে আমদানি,রফতানি বন্ধ

আইরিন হক,বেনাপোল(যশোর) প্রতিনিধি:  এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ ৪ দাবিতে  অসহযোগ কর্মসূচির ডাকে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি,রফতানি বানিজ্য বন্ধ রয়েছে। 

কলম বিরতির কারণে পণ্য খালাস প্রক্রিয়া বন্ধ থাকলেও আওতা মুক্ত হওয়ায় এ পথে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক আছে।

বুধবার(২১ মে) বিকাল ৩ টা থেকে কাস্টমস সদস্যরা নতুন করে  কলম বিরতী পালন করায় বন্ধ হয়ে যায় পণ্য খালাস ও আমদানি,রফতানি বানিজ্য।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণসহ চার দাবিতে অসহযোগ কর্মসূচি ঘোষণা করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

এর আগে বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর পর থেকে বেনাপোল বন্দরে কাস্টমস কলম বিরতী পালন করে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা জানান, চার দফা দাবি আদায়ে আগামীকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে। এর পাশাপাশি এদিন স্ব স্ব দফতরে অবস্থান কর্মসূচি পালন করবেন এনবিআরের কর্মীরা।

আগামী ২৪ মে এবং ২৫ মে কাস্টমস হাউস এবং এলসি স্টেশনগুলো ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দফতরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এ দুইদিন কাস্টমস হাউস এবং এলসি স্টেশনগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে রফতানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলে জানা গেছে।

এনিয়ে এক টানা এক সপ্তাহের বেশি সময় ধরে দিনে ৩ থেকে ৪ ঘন্টা কলম বিরতীতে স্থবির হয়ে পড়েছে বানিজ্য। রাজস্ব আয়ে চরম ভাবে সংকটের মুখে পড়েছে সরকার। দ্রুত সমাধানে বাণিজ্যিক পরিস্থিতি স্বাভাবিকের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

জানা যায়, স্বাভাবিক সময়ে প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে গড়ে ৫০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও ২৫০ ট্রাকের মত পণ্য ভারতে রফতানি হয়ে থাকে। তবে একদিকে কলম বিরতী অন্যদিকে বানিজ্যে ভারত সরকারে নিষেধাজ্ঞা সবকিছু মিলিয়ে বড় ধরনের সংকটের মুখে পড়েছে আমদানি,রফতানি।

বেনাপোল আমদানি, রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, বেনাপোল বন্দর দিয়ে শিল্পকরকারখানার জরুরি পণ্য আমদানি, রফতানি হয়ে থাকে। তবে কাস্টমসের কলম বিরতির কারণে কযেকদিন ধরে  পণ্য সময় মত খালাস নিতে পারছি না। অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। এটির দ্রুত সমাধান হওয়া দরকার।

বেনাপোল সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন  জানান, কলম বিরতির চলাকালে কাস্টমস অফিসে বসছে না। এতে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে না পারায় পণ্য খালাসের পরিমান কমে এসেছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ জানান, কর্মবিরতির কারণে পণ্য খালাস ও আমদানি, রফতানি কমে এসেছে। রাজস্ব আয়েও বিরুপ প্রভাব পড়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম জানান, কলমবিরতির কারনে বেনাপোল থেকে দিনে সরকার প্রায় ২০ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। বানিজ্যেও অচলাবস্থা নেমে এসেছে। দ্রুত সমাধানের মাধ্যমে বানিজ্যিত পরিস্থিতি স্বাভাবিক করতে সংশিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখছি।

এদিকে গতকাল থেকে চলমান কলম বিরতি নিয়ে ব্যবসায়ীরা তাদের মতামত প্রকাশ করলেও কাস্টমস সদস্যরা ক্যামেরার সামনে  কোন মন্তব্য করতে রাজি হয়নি। তবে কলম বিরতির বিষয়টি মৌখিক ভাবে নিশ্চিত করেছেন।

বেনাপোল বন্দরের পরিচালক শামিম হোসেন  জানান, কাস্টমসের করমবিরতীর কারনে আমদানি বানিজ্য হচ্ছেনা। এতে প্রবেশের অপেক্ষায় দুই পার৷ বন্দরে পন্যবাহী ট্রাক আটকা পড়েছে। তবে বানিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাতায়াত স্বাভাবিক আছে জানান তিনি।।

  • সর্বশেষ
  • জনপ্রিয়