শিরোনাম
◈ ডিসেম্বরে জাতীয় নির্বাচন? সেনাপ্রধানের বার্তা ও রাজনৈতিক দলগুলোর চাপ বাড়ছে ◈ নতুন যুগে সাইবার আইন: বিতর্কিত ৯ ধারা বাদ দিয়ে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ জারি ◈ স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই হয়তো এ দেশের ভাগ্য: আসিফ মাহমুদ ◈ বিদ্যুৎ বিল বকেয়া: বাংলাদেশকে চাপ দিচ্ছে আদানি পাওয়ার ◈ জাতীয় ঐক্য রক্ষা নিয়ে মিজানুর রহমান আজহারির পোস্ট ◈ ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, লাশ নিয়ে পালাতে গিয়ে স্ত্রীসহ আটক (ভিডিও) ◈ অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম ◈ মুজিবের ছবি ছাড়াই নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক  ◈ বাংলাদেশের দুটি 'চিকেন নেক' কেটে দেব: আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ◈ হাজার হাজার ‘বাংলাদেশিকে’ ফেরত পাঠাতে চায় ভারত

প্রকাশিত : ২১ মে, ২০২৫, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২২ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে পৌর এলাকার তালুকদার বাড়ি মোড়ের উত্তরে রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে তালুকদার বাড়ী মোড় এলাকায় রেললাইনে হাত-পা কাটা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি ৯৯৯ এ কল দিয়ে জানালে জামালপুর রেলওয়ে পুলিশ কে অবগত করা হয়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল শেষে উদ্ধার করে জামালপুর পুলিশ ফাড়িতে নিয়ে যায়। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ভোর আনুমানিক সাড়ে ৪ টার সময় ভূঞাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী ৩৮ ডাউন মেইল ট্রেনটি সরিষাবাড়ীর দিকে আসছিলো। ওই সময়ই ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। ট্রেন আসার পূর্বে হয়তো তিনি রেল লাইনে বসা ছিলেন তখনই এই দুর্ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম বলেন, সরিষাবাড়ী পৌরসভার তালুকদার বাড়ি মোড় এলাকায় একজন অজ্ঞাত ব্যক্তি ট্রেন কেটে নিহত হয়েছেন বিষয়টি ৯৯৯ এর মাধ্যমে জানতে পারি। সংবাদ পেয়ে ঘটনাস্থলের আসি ও নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে নিহত ব্যক্তির পোষাক দেখে ধারণা করা হচ্ছে তিনি সম্ভবত মানসিক ভারসাম্যহীন। পিবিআই এর মাধ্যমে মৃত ব্যাক্তির পরিচয় সনাক্তের চেষ্টা করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়