শিরোনাম
◈ জুনে রিজার্ভ দাঁড়াবে ৩০ বিলিয়ন ডলার : গভর্নর ◈ বাংলাদেশ - পাকিস্তান সি‌রি‌জের নতুন সূচি প্রকাশ ◈ এবার টাঙ্গাইলে শেখ হাসিনার নামে করা মামলা ৪৮ ঘণ্টার মাথায় প্রত্যাহার, কারণ যা জানাগেল ◈ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাবাহিনী প্রধান ◈ দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম ◈ দুই মামলায় ব্যারিস্টার সুমনকে কেন জামিন নয়, হাইকোর্টের রুল ◈ নুরের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ ডিএনসিসির, জবাব দিল গণঅধিকার পরিষদ ◈ চাকরিতে শৃঙ্খলা ফিরাতে নতুন অধ্যাদেশ, কর্মচারীদের মধ্যে আতঙ্ক ◈ পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় বিশৃঙ্খলা করছেন নুর, অভিযোগ ডিএনসিসির ◈ উপদেষ্টা আসিফ ও মাহফুজকে পদত্যাগ করতে হবে: ইশরাক (ভিডিও)

প্রকাশিত : ২১ মে, ২০২৫, ০৭:১৫ বিকাল
আপডেট : ২১ মে, ২০২৫, ১১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক ছাত্রদল নেতা চাঁদা না দেয়ায় সিএনজি চালককে ‘মারধরের পর থুতু চাটালেন’

হাসপাতালের বিছানায় আহত সিএনজিচালক, ইনসেটে ছাত্রদলের সাবেক নেতা মো. নবীন

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় চাঁদা না দেয়ায় মো. অন্তর মিয়া (৩৩) নামের এক সিএনজি চালককে বেধড়ক মারধরের পাশাপাশি জোর করে থুতু চাটিয়েছেন ছাত্রদলের সাবেক নেতা মো. নবীন (৩৫)। সোমবার (১৯ মে) দুপুরে নবীনের ব্যক্তিগত অফিসে ঘটে এ ঘটনা। পরে গুরুতর আহত অবস্থায় অন্তর মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।

আহত অন্তর মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বাঙ্গালা গ্রামের বাসিন্দা। তিনি মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর সড়কে সিএনজি চালান।

ভুক্তভোগী অন্তর জানান, দীর্ঘদিন ধরে নবীন তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। গত রোববার (১৮ মে) তাকে ফোন করে জানানো হয়, পরদিন সকাল ১০টার মধ্যে চাঁদার টাকা নিয়ে নবীনের অফিসে হাজির হতে হবে। নির্ধারিত সময়ে টাকা না পৌঁছানোয় সোমবার দুপুরে তাকে সিএনজি মালিকসহ ডেকে এনে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হাত বেঁধে রড দিয়ে পিটানো হয়। একপর্যায়ে তার মুখে থুতু ফেলে তা চাটতে বাধ্য করা হয় এবং পানি দিয়ে তা গিলতেও বলা হয়।

অন্তরের বলেন, আমি গরিব মানুষ, অন্যের গাড়ি চালাই। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় আমাকে নির্মমভাবে পিটিয়েছে। আরেকজনের মুখের থুতু চাটাতে বাধ্য করেছে। আমার মালিক অনেক অনুরোধ করলেও তারা ক্ষান্ত হয়নি।

চোখের সামনে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিতে গিয়ে মালিক ওমর ফারুক বলেন, আয়না ঘরের মতো এক অফিসে দুই ঘণ্টা ধরে অন্তরকে রড দিয়ে পেটানো হয়েছে। আমি হাত-পা ধরে মাফ চাইলেও কেউ কথা শোনেনি। এমন অমানবিক নির্যাতনের দৃশ্য এখনও চোখে ভাসছে।

অভিযুক্ত নবীন নিজেকে যুবদল নেতা দাবি করলেও জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন জানিয়েছেন, নবীনের কোনো পদ নেই এবং তিনি ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি সিএনজি স্ট্যান্ড নিয়ন্ত্রণ করেন এবং সেখান থেকে চাঁদা আদায়, সিরিয়াল বাণিজ্যসহ নানা কর্মকাণ্ডে লিপ্ত আছেন।

এ বিষয়ে নবীন বলেন, অন্তরের সঙ্গে পরিবহনের সিরিয়াল নিয়ে কিছু দ্বন্দ্ব ছিল, তাই অফিসে ডেকে বিষয়টি মিটমাট করা হয়েছে। মারধরের কোনো ঘটনা ঘটেনি।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদন কায়সার বলেন, দল থেকে নির্দেশনা রয়েছে, কেউ অনিয়ম করলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন কচি বলেন, এ ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা ভুক্তভোগীর পাশে থাকবো এবং আইনি সহায়তা দিতে প্রস্তুত।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়