শিরোনাম
◈ ডিসেম্বরে জাতীয় নির্বাচন? সেনাপ্রধানের বার্তা ও রাজনৈতিক দলগুলোর চাপ বাড়ছে ◈ নতুন যুগে সাইবার আইন: বিতর্কিত ৯ ধারা বাদ দিয়ে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ জারি ◈ স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই হয়তো এ দেশের ভাগ্য: আসিফ মাহমুদ ◈ বিদ্যুৎ বিল বকেয়া: বাংলাদেশকে চাপ দিচ্ছে আদানি পাওয়ার ◈ জাতীয় ঐক্য রক্ষা নিয়ে মিজানুর রহমান আজহারির পোস্ট ◈ ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, লাশ নিয়ে পালাতে গিয়ে স্ত্রীসহ আটক (ভিডিও) ◈ অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম ◈ মুজিবের ছবি ছাড়াই নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক  ◈ বাংলাদেশের দুটি 'চিকেন নেক' কেটে দেব: আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ◈ হাজার হাজার ‘বাংলাদেশিকে’ ফেরত পাঠাতে চায় ভারত

প্রকাশিত : ২১ মে, ২০২৫, ০৩:০৭ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে আম পাড়া নিয়ে বিএনপির দুই গ্রুপের রক্তাক্ত সংঘর্ষ, গুলিবর্ষণ (ভিডিও)

নাটোরের লালপুরে আম পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও দুই রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

মঙ্গলবার (২০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ফকির চাঁদ গোসাইয়ের আশ্রম এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো গুরুতর আহত বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গোসাই আশ্রম দখল নিয়ে দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির হোসেন ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মিল্টনের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাসির ও তার অনুসারীরা আশ্রমের বাগানের ক্রয়কৃত আম পাড়তে গেলে মিল্টন ও তার অনুসারীরা বাধা দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরেই  মিল্টনের অনুসারীরা আগ্নেয়াস্ত্র নিয়ে এসে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। গুলির শব্দে আশপাশের লোকজন ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটলেও কেউ গুলিবিদ্ধ বা আহত হননি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ থানায় আসেনি। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়