শিরোনাম
◈ নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, কাল বিক্ষোভে নামছে এনসিপি (ভিডিও) ◈ ধর্মীয় সম্প্রীতির নামে সংঘাত, স্বর্ণমন্দিরে হামলা অভিযোগ নতুন রাজনৈতিক উত্তেজনার ঝুঁকি ◈ পশ্চিমবঙ্গের আত্রাই নদীতে বাঁধ ধসে বিপাকে স্থানীয়রা, প্রভাব পড়বে বাংলাদেশে ◈ আইন নিজের হাতে নিলে কঠোর ব্যবস্থা: ডিএমপির সতর্কবার্তা ◈  ‘মব’ সন্ত্রাস বাড়ছে, পুলিশও মবের শিকার, অপপ্রচারে বিভ্রান্ত জনগণ ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক ◈ স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন  ◈ স্টারলিংকের মাধ্যমে স্যাটেলাইট ইন্টারনেটের প্রবেশ করলো বাংলাদেশ, ডেটা ব্যবহারে কোনও সীমা বা লিমিট নেই ◈ বাংলাদেশ ফুটবল দলের ফ্লাইট বৈরী আবহাওয়ার কার‌ণে ফি‌রে গেলো কলকাতায় ◈ সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ২০ মে, ২০২৫, ০৩:৫৭ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের বোয়ালমারীতে গাছের ডাল ভেঙে গ্রীল মিস্ত্রির মৃত্যু

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে আম পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে গিয়ে মিজান কাজী (৫৫) নামে এক গ্রীল মিস্ত্রির মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২০ মে) সকালে জেলার বোয়ালমারী উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। মিজান কাজীর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মনির নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের মিজান কাজী মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে আম পাড়তে আম গাছে ওঠেন। এ সময় আমগাছের শুকনা ডাল ভেঙে তিনি নিচে পড়ে যায়। পরিবারের স্বজনরা দ্রুত তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি গ্রীল মিস্ত্রির কাজ করতেন। 

হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত ডা. সাবরিনা হক রুম্পা বলেন, মিজান কাজীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে আমগাছের উপর থেকেই স্টক করেছিল। যার কারণে নিচে পড়ার সাথেই তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চতুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও রাজাপুর গ্রামের বাসিন্দা মনির হোসেন বলেন, মিজান কাজী সকালে আম পাড়তে গাছে উঠলে শুকনা ডাল ভেঙে নিচে পড়ে যায়। বাড়ির লোকজন বোয়ালমারী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়