শিরোনাম
◈ নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, কাল বিক্ষোভে নামছে এনসিপি (ভিডিও) ◈ ধর্মীয় সম্প্রীতির নামে সংঘাত, স্বর্ণমন্দিরে হামলা অভিযোগ নতুন রাজনৈতিক উত্তেজনার ঝুঁকি ◈ পশ্চিমবঙ্গের আত্রাই নদীতে বাঁধ ধসে বিপাকে স্থানীয়রা, প্রভাব পড়বে বাংলাদেশে ◈ আইন নিজের হাতে নিলে কঠোর ব্যবস্থা: ডিএমপির সতর্কবার্তা ◈  ‘মব’ সন্ত্রাস বাড়ছে, পুলিশও মবের শিকার, অপপ্রচারে বিভ্রান্ত জনগণ ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক ◈ স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন  ◈ স্টারলিংকের মাধ্যমে স্যাটেলাইট ইন্টারনেটের প্রবেশ করলো বাংলাদেশ, ডেটা ব্যবহারে কোনও সীমা বা লিমিট নেই ◈ বাংলাদেশ ফুটবল দলের ফ্লাইট বৈরী আবহাওয়ার কার‌ণে ফি‌রে গেলো কলকাতায় ◈ সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ২০ মে, ২০২৫, ১২:১৫ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩

মিজান লিটন : চাঁদপুর শহরে দ্রুতগামী মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সমুদ্র মাল (২৪) নামে যুবক ও মো. ইছা (৩৫) নামে অটোরিকশাচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের এক আরোহীসহ দুই পথচারী।

সোমবার (১৯ মে) দিনগত রাত সাড়ে ১১টার দিকে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সমুদ্র মাল শহরের বাবুরহাট এলাকার মাল বাড়ির মো. মনির মালের ছেলে। তিনি চাঁদপুর পৌর ১৪নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য। অপর নিহত অটোরিকশা চালক ইছার বাড়ি নাটোর জেলায়। আহতরা হলেন, মোটর সাইকেল আরোহী  মো. রাকিব (২৭), পথচারী মো. আফজাল (২৬) ও মো. ফাহাদ (১৮)। আহতরা শহর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীত এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক দিয়ে সমুদ্র মাল ও রাকিব শহর থেকে ব্যক্তিগত কাজ সেরে বাবুরহাটে বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশা ঘুরিয়ে নেয়ার সময় মুখোমুখি সংঘর্ষে হয়। এতে অটোরিকশা ও মোটর সাইকেল ধুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সমুদ্র মাল নামে যুবক ও অটোরিকশা চালক ইসমাইল। বাকি আহত ৩জনকে লোকজন উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় দুই মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসাইন বলেন, দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে আসা ৫ জনের মধ্যে দুজনকেই মৃত অবস্থায় পেয়েছি। মৃত দুজনের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে। আহত ৩ জনের মধ্যে গুরুতর আহত রাকিব ও ফাহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, নিহত অটোরিকশা চালক ইছার স্বজনদের থানায় আসতে খবর পাঠিয়েছি। মরদেহ দুটি সুরতহাল করা হয়েছে। ময়না তদন্ত এবং আইনী ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারে কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়