শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর জবাবে বাংলাদেশে পাল্টা ছাড়ের পরিকল্পনা ◈ রেকর্ড রান করেও আমিরাতের কাছে হারল বাংলাদেশ ◈ বায়রার সংবাদ সম্মেলন ঘিরে মারামারি, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ◈ সেই ছাত্রীর সাথে আ'পত্তিকর অবস্থায় ধরা পড়ার ব্যাখ্যা দিলেন শিক্ষক (ভিডিও) ◈ জাতীয়’র আগে স্থানীয় নির্বাচন চাইলেন সারজিস, জানালেন কারণও  ◈ ইশরাক ভাই-তাবিথ ভাইদের কাছ থেকে টাকা নিয়ে ছাত্রনেতাদের বাসা ভাড়া দিয়েছি: নুরুল হক নুর (ভিডিও) ◈ এবার নুসরাত ফারিয়াকে নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য! ◈ বড় সুখবর পেলেন প্রবাসীরা ভোটার হওয়া নিয়ে  ◈ বিনিয়োগবান্ধব বাজেট আসছে, অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করার প্রস্তাব ◈ রৌমারীতে পাহাড়ি ঢলে সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিতে ৩০ হাজার মানুষ

প্রকাশিত : ১৯ মে, ২০২৫, ০৯:০১ রাত
আপডেট : ২০ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘায় বাসের ধাক্কায় একজনের মৃত্যু

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শান্ত ইসলাম (২৬) নামে এক যুবক। আহত হয়েছেন তার গর্ভবতী স্ত্রী ও পাঁচ বছরের শিশু কন্যা। দুর্ঘটনার খবর শুনে আহতদের দেখতে ছুটে যান বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মি আক্তার।

সোমবার (১৯ মে) সকাল ৯টার দিকে বাঘা পৌরসভার বানিয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত ইসলাম নাটোরের লালপুর উপজেলার বেরিলাবাড়ী জামতলা গ্রামের প্রবাসী এজাহার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শান্ত ইসলাম প্রতিদিন মেয়েকে স্কুলে পৌঁছে দিতেন। এদিন স্ত্রী জামিউন বেগমকে চিকিৎসকের কাছে নেওয়ার জন্য তিনজন একসঙ্গে মোটরসাইকেলে রওনা দেন। বানিয়াপাড়ায় পৌঁছালে ঢাকাগামী সুপার সনি পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শান্ত ইসলাম মৃত্যুবরণ করেন।

আহতের আত্মীয় লাকি খাতুন জানান, শান্ত ইসলাম ও তার মেয়ে তুরায়ফার ডান পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গর্ভবতী জামিউন বেগমের ডান হাত ও কোমরের হাড় ভেঙে গেছে। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনার মূল কারণ বানিয়াপাড়া সড়কে রাখা একটি ইটের স্তূপ। রাস্তার পাশে আনোয়ার ভাণ্ডারীর ছেলে মাসুদ রানা ফুয়াদ অবৈধভাবে ইট জমা করে রেখেছিলেন। ওই স্তূপের আড়ালে বাসটি দৃষ্টিসীমার বাইরে থাকায় চালক কিছু বুঝে ওঠার আগেই সংঘর্ষ ঘটে।

ঘটনার পর উত্তেজিত জনতা বাসটি আটক করে পুলিশকে খবর দেয়। বাঘা থানার ওসি আ. ফ. ম আসাদুজ্জামান বলেন, “বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালক পালিয়ে গেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গিয়ে আহতদের খোঁজখবর নেন ইউএনও শাম্মি আক্তার। তিনি আহত পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন।

এই দুর্ঘটনায় পুরো এলাকা শোকাহত। একটি অসাবধানতা, একটি ইটের স্তূপ—ভেঙে দিল একটি পরিবার, কেড়ে নিল এক বাবার প্রাণ, থামিয়ে দিল একটি শিশুর দৌড়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়