শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ২০ মে, ২০২৫, ০১:০৮ রাত
আপডেট : ২৮ জুন, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর সেন্ট্রাল রোডে প্রকাশ্যে যুবককে কোপানোর ভিডিও ভাইরাল

রাজধানীর সেন্ট্রাল রোডে এক যুবককে কুপিয়ে জখম করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সেই ভিডিওটিতে দেখা যায়, প্রকাশ্যে কোপানো হচ্ছে এক যুবককে। আর আশপাশে থাকা অনেকে বিষয়টি দেখলে কেউ এগিয়ে যায়নি। তাদের দর্শকের ভূমিকায় থাকতে দেখা গেছে।

জানা গেছে, আহত ব্যক্তির নাম সাইফ হোসেন মুন্না। তবে তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

ছড়িয়ে পড়া সিসি ক্যামেরার ফুটেছে দেখা গেছে, ১৮ মে রাত সাড়ে ১১টার দিকে গেঞ্জি ও প্যান্ট পরা যুবক সেন্ট্রাল রোডে দাঁড়িয়ে ছিলেন। তার পাশেই দাঁড়িয়ে ছিলেন শার্ট পরা আরেকজন যুবক। হঠাৎ একটি মোটরসাইকেল দেখে শার্ট পরা যুবক গেঞ্জি পরা যুবককে ধরে মাটিতে ফেলে দেন। এরপর ওই মোটরসাইকেলে আসে দুজন। মোটরসাইকেলের পেছনে বসে থাকা শার্ট পরা আরেক যুবক কোপাতে থাকেন। হেলমেট পরা মোটরসাইকেল চালকও নেমে কোপাতে থাকেন।

ভিডিওতে আরও দেখা যায়, এসময় ভুক্তভোগী যুবকের আত্মচিৎকারেও আশপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করতে যাননি। এসময় অনেক মানুষ সেখান দিয়ে যাতায়াত করছিলেন। প্রাইভেটকার, অটোরিকশা ও মোটরসাইকেলও চলতে দেখা যায়।

এরপর ১১টা ৩২ মিনিট ৪৫ সেকেন্ডে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের চলে যেতে দেখা যায়।

সোমবার (১৯ মে) এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ জানান, এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেনি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ কাজ করছে। উৎস: জাগোনিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়